কবিতা ।। তাড়া করে সমস্যা ।। আশিস ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। তাড়া করে সমস্যা ।। আশিস ভট্টাচার্য্য

তাড়া করে সমস্যা

 আশিস ভট্টাচার্য্য


আনাজ ভর্তি থলি নিয়ে রমেনবাবু
রোজ সকালে যার সাথেই দেখা হোক 
তাকেই বলেন বাজার আগুন

প্রতিবছর ছেলে-মেয়ে দুটো সেকেন্ড
 থার্ড হয় তবুও অনাদি বাবু তাদের 
ধাতকানি দেন একটু মন দিয়ে পড়াশোনা 
কর। এতে ফাঁকি দিলে চলবে?


অলিম্পিকে প্রতিবার খারাপ ফল করার পর ভারতের জনগণ 
খেলোয়াড়, কর্মকর্তা আর সরকারের নিন্দা সমালোচনায় মুখর 
হয়ে বলেন খেলার দিকে একটুও
 নজর নেই ।

তেতে পুড়ে বাজার থেকে ফেরার পর
 গিন্নি এককাপ লিকার চা ধরিয়ে দিয়ে
 বলেন চা খেয়ে আরেকবার বাজারে যাও একটা জিনিস বলতে আগে ভুলে গেছিলাম ।


দুনিয়াটা এভাবে চলতে থাকে গ্রীষ্ম থেকে বর্ষা ,বর্ষা থেকে শীত , যৌবন থেকে বার্ধক্য।
 খরা থেকে বন্যা, আমরা সবাই ছুটতে থাকি পেছনে তাড়া করে সমস্যা।
 
=================

 
আশিস ভট্টাচার্য্য
রামকানাই গোস্বামী রোড
 শান্তিপুর, নদীয়া-৭৪১৪০৪



No comments:

Post a Comment