কবিতা ।। তোমার ছবি ।। জগদীশ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। তোমার ছবি ।। জগদীশ মন্ডল

 

তোমার ছবি  

জগদীশ মন্ডল


প্রাইভেট থেকে ফিরছি বাড়ি গোধূলিবেলার রবি
নৌকা মাঝে দেখতে পাচ্ছে মনোহরা এক ছবি,
তোমার মুখে পড়ছে ঝরে কনে দেখা আলো
নদীর পাড়ে আকাশ পরি বিদ্যুৎ চমকালো।

তুমি তখন দাঁড়িয়ে আছো  কার অপেক্ষায় !
নৌকা থেকে নেমেই আমি হাঁটছি গুটি পায়,
হাঁটছো তুমি চুল পড়েছে হাঁটুর নীচে ঝুলে
কোথায় বাড়ি যাচ্ছি কোথায় সব গিয়েছি ভুলে।

রামধনু রঙ আঁকছি মনে তখন গেলে ছেড়ে
বিকালবেলার কনে দেখা আলো মন নিয়েছে কেড়ে,
তরপরে আর হয়নি দেখা যুগ গিয়েছে কেটে
সেই পথ ধরে স্বপ্ন আঁকি যাই কতোবার হেঁটে।

হয়নি কথা হয়নি আলাপ তবু কিসের টান
কেন আমি তার সাথে যে করছি অভিমান ,
নাই বা এলে আমার কাছে হয়তো কোন দিনে
তোমার ছবি গাঁথা আছে মনের আলাদিনে।

ছবিঋণ- ইন্টারনেট। 
************************************


জগদীশ মন্ডল।। নতুন পুকুর রোড।। চড়কডাঙা।। পোস্ট::বারাসাত।। কলকাতা::700124

No comments:

Post a Comment