কবিতা ।। সত্য বলতে বাঁধা ।। রেজাউল করিম রোমেল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। সত্য বলতে বাঁধা ।। রেজাউল করিম রোমেল

সত্য বলতে বাঁধা

রেজাউল করিম রোমেল


সত্যকে সত্য বলতে যারা দেয় বাঁধা,
নিজের বক্তব্য প্রকাশে যদি আসে বাঁধা,
তাহলে কিসের মুক্তচিন্তা, কোন গণতন্ত্রের কথা বলো?
মত প্রকাশের অধিকার কি হারিয়ে ফেলেছি আমরা?
সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলা
যদি হয় অপরাধ,
আর তার শাস্তি যদি হয় মৃত্যু,
তবে প্রতিটি দেশে দেশে, সারা পৃথিবীর
মায়ের গর্ভে জন্ম নিক শত সহস্র কোটি
সত্যবাদী মানুষ এবং মানুষী।
হোক আন্দোলন সত্য প্রতিষ্ঠায়,
দেখি তোমরা কত মৃত্যু ঘটাতে পারো...

--------------------------------------------------------------

 
রেজাউল করিম রোমেল ।
যশোর, বাংলাদেশ। 
মোবাইল - ০১৭৬০-৮১৩৪৮৪।

No comments:

Post a Comment