কবিতা ।। আমি কোথায় পাবো তারে ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। আমি কোথায় পাবো তারে ।। জয়শ্রী সরকার


 আমি কোথায় পাবো তারে

 জয়শ্রী সরকার


ছোট্টোবেলার বকুলতলা আমার কাছে অনেক কিছু
সেসব কথা ভাবতে গেলেই মনটা হটে পিছু পিছু।
কাকভোরেতে উঠে আমি স্কুলে যেতাম সবার আগে
দারোয়ানের ঘুম ভাঙাতাম ফুঁঁসতো সে তো বিষম রাগে !

একদিন সে বাড়িতে এসে নালিশ করলো আমার মাকে
সেদিন থেকেই দুষ্টুমি সব বন্ধ হ'লো পড়ার ফাঁকে।
ছোট্টোবেলার টিফিন বক্সটা ভরেই থাকতো তেঁতুল-কুলে
জুটতো বকা সত্যি যদি টিফিন খেতে যেতাম ভুলে !

কোঁচড় ভরা বকুল ফুলে প্রাণখুশিতে ভরতো যে মন
ঠিক তখনই দৌড়ে যেতাম সবচে আপন আছে যে জন।
আগের দিনেই তুলে নিতাম আধফোটা ফুল গোলাপ যত
ফুল পেলে তো দিদিমণির মুছেই যেত মনের ক্ষত !

কতরকম খেলা ছিল দূরন্ত সেই ছোট্টোবেলায়
হাত-পা কাটুক, মাথাই ফাটুক ভুলেই যেতাম সেসব হেলায়।
সানবাঁধানো পুকুরেতে ডুবসাঁতারে এপার-ওপার
নাকে-মুখে জলটি খেলেই মায়ের হাতে জুটতো যে মার !

তবু জেনো , প্রতিবছর প্রথম হতাম পরীক্ষাতে
দুষ্টুমি সব পড়তো ঢাকা মার্কশীটেরই সাথে সাথে।
ছোট্টোবেলার দিনগুলো যে হাতছানি দেয় আজকে বড় 
স্মৃতির পাতা উল্টে শুধুই বুকটা কাঁপে থরো থরো !
 

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 


জয়শ্রী সরকার ।
দিনান্তিকা , প্রেমবাজার , খড়গপুর ,
পশ্চিম মেদিনীপুর , পশ্চিমবঙ্গ , ভারত।
পিন নম্বর : ৭২১৩০৬

No comments:

Post a Comment