Featured Post
রম্যরচনা ।। প্যাঁএএএএএএএএএ ।। রূদ্রাণী মিশ্র
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
প্যাঁএএএএএএএএএ...
রূদ্রাণী মিশ্র
আপনারা হয়তো জানেন না, আমার আত্মীয় স্বজন সবাই উত্তর পূর্বের বাসিন্দা। আমার বাবা-মা আমার ছোটবেলায় কলকাতা চলে আসেন, চাকরিসূত্রে। তা যাই হোক, আমার এক দিদি উত্তর কলকাতায় একটি ফ্ল্যাট কিনে রেখেছে। বছরে দু একবার কলকাতা এসে থাকার জন্য। সেই দিদি পুজোয় কলকাতাতেই থাকে। আর ও এলেই আমাকে ও ডেকে নেয়। আর আমি ও মেয়ে একঘেঁয়েমি কাটাতে দিদির বাড়ি এক বা দুই রাত কাটিয়ে আসি।
এবার দিদি এসে ফোন করে জানাতেই একদিন পর মেয়েকে বগলদাবা করে পৌঁছে গেলাম, দিদির বাড়ি। দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা বেশ বড়ো সফর। তাই পৌঁছে পোঁটলা গুলো রেখে বাইরের ঘরে বসে রাজ্য, দেশ, পৃথিবী র রাজনৈতিক ভাবে উদ্ধারে ব্যস্ত হয়ে পড়লাম। এমন সময় প্যাঁএএএএএএএএএ করে এক তীক্ষ্ম আওয়াজ। আমার মনে হয়েছিল, বোধহয় ট্রেন যাচ্ছে। রেললাইনে চোখ রেখে দেখলাম কোন ট্রেন নয় (পাতিপুকুরের একপাশে দিদির ফ্ল্যাট অপরদিকে ট্রেন লাইন তাই তিন তলা মানে ইংরেজীর দোতলায় দাঁড়িয়ে বেশ ভালো লাগে, ট্রেন দেখতে, তবে পুকুর টি অন্তসলিলা এখন হয়ে গেছে) ঐ শব্দ শুনে মনে হয়েছিল, ট্রেন হতে পারে। আবার আমি আর জামাইবাবু পৃথিবী উদ্ধারে লেগে পড়লাম। আবার শুনলাম, প্যাঁএএএএএএএএএ। এবার না থাকতে পেরে জামাইবাবু কে জিজ্ঞেস করলাম, "জামাইবাবু কোন বাচ্ছা এসেছে?" জামাইবাবু বললেন "না তো রে, কেন?" আমার আরো অবাক হওয়ার পালা, এবার জিজ্ঞেস করেই ফেললাম, " তাহলে এই বাঁশি র মত শব্দ কোথা থেকে আসছে?" এবার আমাকে অবাক করে জামাইবাবু দিদিকে ডেকে উচ্চস্বরে হাসতে লাগলেন। আমি থতমত খেয়ে গেলাম। " এবার হাসি থামিয়ে বলবে তো, ব্যাপার টা কি?" আমার রসিক জামাইবাবু বলে উঠলেন। "শালীসাহেবা, আমরা সুরালোকে থাকি "(বলতে নেই, সত্যি ই আমার মামা, মাসী সবাই গান তবলা সব কিছুতেই বেশ দক্ষ) আমি উতলা হয়ে আবার বললাম, "বলো না, জামাইবাবু, গল্পটা কি" জামাইবাবু মিষ্টি হেসে বললেন,"আরে আমাদের রান্নাঘরের জলের কলটা গান করে"। আমি দ্বিগুণ আশ্চর্যান্বিত। জামাইবাবু তারপর চক্ষুকর্ণবিবাদ ভন্জনের জন্য রান্নাঘরে আমাকে নিয়ে গিয়ে কল 'খুলে' শোনালেন, প্যাঁএএএএএএএএএ।
আমার চক্ষু চড়কগাছ। পাশ থেকে দিদির মিষ্টি হাসি ভেসে এলো।
---------------------------
রূদ্রাণী মিশ্র
16, fartabad, Harishabha More
P.o. Garia. P.S -narrendrapur
Garia, kol - 84
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন