কবিতা ।। আলাপ ।। দীপঙ্কর সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। আলাপ ।। দীপঙ্কর সরকার


  আলাপ  

  দীপঙ্কর সরকার

আমাদের আলাপ হয়েছিল কোনো এক স্বর্ণালী
সন্ধ্যায় , তারপর কতবার সৌজন্য সাক্ষাৎ । প্রলাপ
বকেছি কত নিভৃতাচরণ ।

মুখোমুখি কেটে গেছে অফুরন্ত সময় , আঙুলে আঙুল ছোঁয়া কিছুই থাকেনি বাদ । তবু তবু কেন
জানি জমেনি প্রগাঢ় প্রণয় ।

ব্যর্থ প্রেমিক হয়ে থেকে গেছি দুজনে দুজনার , অথচ
একবেলা বিরহও সহ্য হয়নি তখন , অনুচ্চারিত থেকে
প্রণয় যাপন ।

আজ এই প্রৌঢ়ত্বে মনে পড়ে সব সবটুকু ছিল বুঝি
বালখিল্য আচরণ । না বলা বাণীই ঘন যামিনী হয়ে
আজ দিগন্ত করেছে তোলপাড় ।
 
======০০০======


 
দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি
(সিংহের হাটের কাছে)
চাকদহ
নদীয়া
৭৪১২২২


No comments:

Post a Comment