Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতাগুচ্ছ ।। হীরক বন্দ্যোপাধ্যায়

 

উত্তরাধিকার


আমরা কয়েকজন যুবক নবমীর বিকেলে
আকাট বেরিয়ে পড়েছিলাম
পৃথিবী পরিক্রমা করব বলে
পিছু ছাড়ছিল না ঢাকের বাদ‍্যি কিংবা
আরতির জ‍্যোতির্গময় ,বিপুল শূন্যে ছড়িয়ে থাকা হৃদয় পিছু ছাড়ছিল না 
দেখা দিয়ে ডুবে যাওয়া
লাবনী ঘোষাল ,মরা জ‍্যোৎস্নায় আমাদের চোখে পড়ছিল নগরপোশাকে র‍্যাম্প স্টেটমেন্ট
আমাদের চোখ থেকে ক্রমশ
সরে সরে যাচ্ছিল অর্জিত স্বপ্ন
মার্কস লেনিন সুভাষ গান্ধী...
পথকে অজস্র টুকরো করে ছড়িয়ে দিল
যারা, বলল বৃষ্টি দাও সঙ্গে দাও চাল ডাল সব্জি আনাজ এই আমাদের গথিক অহংকার
এই আমাদের লাজ ভয় উত্তরাধিকার
সন্তান যেন মাড় ভাত পায় ..



শিক্ষক



বুকের ভেতরে ছিল শ্বাস,আজ সে শিখেছে ধ্বংসের মন্ত্র,একদিন তোমার পায়ের কাছে
বসে শিখেছি কত জটিল অঙ্ক
মনে মনেও কোনোদিন ধন্যাবাদ দিইনি
প্রণাম করিনি ...
সমস্ত কৃতজ্ঞতা আজ ভিড় করে এলো
জানু পেতে বসে ভাবি কাকে জানাবো
আশেপাশে কাকেইবা জানাবো
তাই আমি অরণ্যের কাছে যাই
আমি যাই অতলান্ত সমুদ্রের ধারে
অথচ একটাই মানুষ কিন্ত্ত সে আমি নয়
অথচ কী আশ্চর্য এখন সব কিছু ছেড়ে
কাঙ্গাল হতেও লজ্জা নেই
শুয়ে থাকি বসে থাকি অনন্তের দিকে চেয়ে
নির্জনতা ভেদ করে চলে যেতে চাই
সেই কিশোরবেলায় যেখানে জামরুল গাছে ঠেস
দিয়ে আছে শীত যেখানে অনন্ত গোধূলী বিশ্রামরত
অনেক হয়েছে দেখা আর কোনও কাজ নেই
তাই শেষ প্রহরের আগে শুধু
সশ্রদ্ধ প্রণাম জানাই ...



জল


আমার মনের মাঝে আর কোনও ক্ষোভ
কিম্বা
ক্ষমা অবশিষ্ঠ নেই
কোনও উত্থানজনিত ক্রোধ কিম্বা যবনিকা 
অবশিষ্ঠ নেই, সেই এক এবং অদ্বিতীয়
নিথর দেহের পাশে বসে থাকা
অথচ মিছিলে মিছিলে কাঁধে কাঁধ হেঁটে যাওয়া
একদিন আমারো জড়ানো ছিল পা ধুলোয় ধুলোয়
বলিনি কখনো, ফুরসৎ পাইনি
তবে এভাবেই ভাবো
পড়ন্ত ফুল তার ও বুঝি চিহ্ন পড়ে নেই
এখন দুধারে তাকিয়ে দেখি
হাওয়া বয়ে যায়, এখন মাঠে মাঠে ফুটেছে ফসল
দম বন্ধ হয়ে আসে
ভাবি,জলের ভেতরে ছিল এতখানি জল ...



পাপ


আরো কিছু ভলো হত যদি চতুরতার মাত্রা হত
কিছু কম,তবে আর কত অপেক্ষা তোমার
হে দ্রাবিত সময়...
এখনও যাই,ফের বার বার ফিরে আসি
কেন যায় কেন আসি
ক্লান্ত লাগে খুব
একথা ভেবে অসংখ্য জন্মজন্মান্তর কেটে গেল
ভেসে ওঠা ডুবে যাওয়া
এ সন্ধিক্ষণে মানবশরীর জুড়ে
একি শুধুই আমার ই পাপের ফল
মনে হয়, আর নয় আর নয়
অনেক হয়েছে, লোকে বলবে ছিল নেই
মাত্র এই,আর তো কিছু নয় ...




গহন অরণ্যে


হলুদ পাখি সবুজ  পাখির দেশে আমি চলে এসেছি
গহীন কুয়াশায় ভরে যায় এখন, দিনকেদিন
আমার পৃথিবী
নিবিড় হয়ে ওঠা আর হলো না আমার
তবুও রাত্রি হলে ভাবি
শীতসমুদ্রের পারে একদিন যাবো
প্রেমিকের মতো , জীবনের বিবিধ আশ্চর্যকে
হার মানিয়ে,ব্যাথা বিরোধ সবকিছু ভুলে
যাবো, একদিন যাবো
আমার সমস্ত নিয়ে তোমার বাগানে ...
 
=============
 

হীরক বন্দ্যোপাধ্যায়
10 DPL Officers Cooperative
Malancha
Durgapur
713214
Burdwan,W
 





 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত