কবিতা ।। পটভূমি ।। পিঙ্কি ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। পটভূমি ।। পিঙ্কি ঘোষ


পটভূমি

পিঙ্কি ঘোষ


উত্তরগুলো দিশাহীন হয়ে হারিয়ে যাওয়া প্রশ্নদের খুঁঁজে চলে,

অবগুন্ঠনে থাকা "সময়" নববধূর মতো লজ্জানত

চাহনিতে হৃদয়ের মাঝে গোপনচারিনী।

"দূরত্ব" আজ গনণার সীমানা অতিক্রম করেছে সানন্দে।

হলুদ ডায়রির পাতার বর্ণমালারা পার করল বহু বসন্ত,

নগর জীবনের সভ্যতা খোঁজ রাখে না সম্পর্কের অস্তিত্ব।

স্মৃতি আজ নীরব ঘাতক, মনের ঘরেই মনের বাস।

আমরা একই আকাশগঙ্গায় পাশাপাশি থাকা ছায়াপথ,

অপার্থিব মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকি,

তবুও কক্ষচ্যুত হই না, আবর্তন করি পৃথক বৃত্তে॥
 
...................................
 
 

পিঙ্কি ঘোষ
কলকাতা

............................................................

No comments:

Post a Comment