কবিতা ।। সময় ।। কাকলী দেব - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। সময় ।। কাকলী দেব

 

সময়

কাকলী দেব


আমার একটা ঘর আছে,
কিন্ত কোনও ঘড়ি নেই।
সময়কে মাপার জন্য তাই _
সকালের রোদ মাখা আলো, 
দুপুরের নিস্তব্ধ ছায়াগুলি,
বিকেলের সূর্যাস্তের মুখোমুখি হই। 
অনন্ত সময়ের মাঝখানে পড়ে থাকা
একটি প্রাণ, একটি জীবন কাটায় 
কত না আনন্দের মুহুর্তের উদযাপন হয়!
কত গভীর দুঃখের কষ্ট উপছে পড়ে, চোখের জলে।
এই যে একটা আস্ত জীবন পাওয়া 
কী অসীম সৌভাগ্য আমার !
আর হবে না আসা, একথা য় দুমড়ে মুচড়ে যায়
হ্রদয়ের তন্ত্রী গুলো তে, কী আঘাত পড়ে!
এমন আকাশ আর কখনও দেখব না, 
সাধের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ।
 
=================

      কাকলী দেব, কলকাতা। 

No comments:

Post a Comment