পৌষ পার্বণ
স্বপন কুমার মৃধা
হিমেল শীতের আনাগোনা
লেপ-কম্বলের জাঁকিয়ে ঘুম,
সরষে ফুলে হলুদ মাঠে
পৌষ পার্বণে লাগলো ধুম।
খেজুর রসে গুড়ের গন্ধ
স্বাদে ভরা খেতে মজা,
পৌষ পার্বণ ঘরে ঘরে
মেলার মাঠে মাদল বাজা।
সবুজ গাঁয়ের লাজুক বধূ
চাল কুটতে ব্যস্ত ভারী,
হারিয়ে গেছে ঢেকির আওয়াজ
মেশিনে কুটে চালের গুঁড়ি।
গরম গরম সাচের পিঠে
দুধ নারকেলে পাটিসাপটা ভাজা,
মায়ের হাতের দুধপুলি তাই
খেতে লাগে বড় মজা।
====০০====
Swapan Kumar mridha
One Hiranandani park
Thane-Mumbai
No comments:
Post a Comment