কবিতা ।। কাড়া নাকাড়া ।। হামিদুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। কাড়া নাকাড়া ।। হামিদুল ইসলাম


কাড়া নাকাড়া

হামিদুল ইসলাম

                      

জীবনের চলার পথে কখনো ফেলে আসি 
এক আধটি শর্ত
কিছু বিচ‍্যুতি 
জল হাওয়া সয়ে সয়ে এভাবে জন্ম নেয় নির্জন প্রান্তর   ।।

কিংবদন্তি ধরে জলের সোহাগ মাপি ঠোঁটে 
স্তম্ভন ক্ষণস্থায়ী 
দেবতা আর অপদেবতাদের যুদ্ধ ছবির পাতায়   ।।

আসলে বিশ্বাস করে নিতে হয় অনেক কিছু 
দুঃখ কষ্টের মালিকানা আমরা এখনো তুলে দিই ঈশ্বরের হাতে 
আমরা আজও ঠুঁটো জগন্নাথ 
নিমিত্ত অনিমিত্ত বৃক্ষদিন   ।।

বিজ্ঞান দেখছে নিমিত্ত হয়ে 
বিজ্ঞান ফুল হয়ে ফুটলে 
কফিন ঢাকা অন্ধকারে ছেয়ে যায় না ঘুমবাগান  ।।

তাই বলে যবন হরিদাস !
নিশ্চিহ্ন হয়ে যাক এসব মনুষত্ব। যুদ্ধ বাধুক 
বাজুক ঘরে ঘরে কাড়া নাকাড়া    ।।
__________________________________
 
 

 
হামিদুল ইসলাম
গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর।

No comments:

Post a Comment