ছড়া ।। সাক্ষাৎকার ।। সুদীপ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

ছড়া ।। সাক্ষাৎকার ।। সুদীপ ঘোষ

 

সাক্ষাৎকার
 সুদীপ ঘোষ 
 

গাছ বলে আকাশ কে -
'' কি যে বলি দুঃখের কথা
  মনে ছিল অনেক আশা, 
  বড়ো হব ছায়া দেবো
  ক্ষুধার্ত কে খেতে দেবো,
  কিন্ত : খাবার কোথায় পাব" ? 

আকাশ বলে ভেবে - 
 " আমি আছি, সূয্যি আছে 
    চিন্তা তবে কেন রবে ? 
    রোদ বৃষ্টি ছড়িয়ে দেবো, 
    বাতাসটা কে সঙ্গে নেবো 
    বাঁধবে  শিকড়  মাটির টানে" ।। 
 
   - - - - - - - - - ০০০ - - - - - - - - 
 
 
সুদীপ ঘোষ
Maheshtala 
Greenland Enclave 
Flat no - "L" 3rd floor 
West Jagtala 
KOL - 141 
    
   
    

No comments:

Post a Comment