কবিতা ।। দাগ ।। পুনম বোস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। দাগ ।। পুনম বোস

দাগ

পুনম বোস 


পাহাড়ি অন্ধকার বয়ে আনে অভিমানী ছায়া 
নাতিদীর্ঘ চরাই উতরাই  পত পত ওড়ে আকাশ টিলায় --
বর্ষার শেষে নাকি ভেসে গেছে লাশ পাথরের হিমে!
কে কোথায় রেখে যাবে দাগ পাহাড়ের বুকে 
মন্দের ভালো বাসা বাঁধে সারিবদ্ধ পাইন বুনো বৃক্ষে.. 
 প্রবাহমতি তবু গান গেয়ে যায় ঘুঙুরের তানে
অজস্র দৃশ্যপট ঘরবন্দী অরণ্য দাওয়ায়...
ক্রমশ রাত গাঢ় হয় রাতের নির্জনে
ছোট বড় করতালি উষ্ণতা ছড়ায় সুস্বাদু আয়োজন 
গনগনে আঁচে পাহাড়ের কোল,পোড়া গন্ধ হুল্লোড় 
চুপকথা শুধু কথা রাখে জীবনের উৎসব... 
চুপকথা শুধু কথা রাখে জীবনের প্রয়োজন।।
 
-----------------------
 

 
Punam Bose 
Netaji Pally, Mohanbati 
Po--Raiganj 
Dist-- Uttar Dinajpur 
Pin--733134 

No comments:

Post a Comment