দুটি কবিতা ।। সান্ত্বনা চ্যাটার্জি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

দুটি কবিতা ।। সান্ত্বনা চ্যাটার্জি


মনের গতি


মনের গতি হাজার রতি হীরক বিচ্ছরণ,

বাঁধন সে যে মানেনা কো

যখন খুশি তখন ডাকো,

পৌঁছে যায় সে দেশ বিদেশে

আকাশ পেরয় গহীন রাতে

সাগর জলে

ডুব দিয়ে সে আবার ফেরে,

গোপন মনের ভগ্ন দ্বারে।

নাই সীমানা নাই

ফুরিয়ে যাবার আগে  মন হারিয়ে যেতে চায়।।



হারিয়ে গেছে নদী


বিজ্ঞ বলে মন হারাবার সময় তোমার গেছে

এখন শুধু হিসাব করো কি পেয়েছ কাছে।

যা পেয়েছ ,সুখ-দু: ,কান্না-হাসি,

পেরেছ কি ফিরিয়ে দিতে তার  অনেক বেশী।।


একলা এলে একলা যেতে হবে,

আর যা কিছু তেমনি পড়ে রবে,

ক্ষনিক ভালোবাসায় ভুলে

কুল হারাবে যদি;

দেখবে বালি পড়ে আছে

হারিয়ে গেছে নদী।।

 

-- -- -- -- -- -- -- -- --

 


  সান্ত্বনা চ্যাটার্জি
  লেক গার্ডেন্স
  কলকাতা

No comments:

Post a Comment