দুটি কবিতা ।। কৌশিক সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

দুটি কবিতা ।। কৌশিক সরকার

শীতের চিঠি


নিস্তব্ধ শহরে , ফুটপাত ধরে হেটে চলেছি
একটু উষ্ণতার খোঁজে, 
শীতল বাতাস বয়ে আনে
তোমার চিঠিখানা। 

কী লেখা আছে তাতে, জানো? 
সেই কথাটা, 
যা তোমায় বলতে চেয়েছি আমি। 
তোমার সাথে আমার ভালোবাসা
সময়ের চেয়েও দামি। 

হাজার বছর পরে আবার দেখা হবে
ইতিহাস সব জানে,
আমার কথাগুলো খুঁজে পাবে তুমি
বাতাসের ঘ্রাণে ঘ্রাণে.... 


পুরোনো ক্যালেন্ডার


পুরনো ক্যালেন্ডারের ওপরে 
ধুলো জমেছে অনেকখানি , 
অবহেলায় পড়েছিল বহুদিন । 

আজ সময় এসেছে আবার 
নতুন বছরকে স্বাগত জানাবার। 

কিন্তু সেই পুরনো ক্যালেন্ডারের 
উপরে লেখা কথাগুলো ,
রঙিন পেন্সিলের গোল- গোল দাগ, 
সেগুলো কি সব মিথ্যে হয়ে যাবে  ? 

ধুলোমাখা ক্যালেন্ডারের পাতাগুলো 
একের পর এক উড়ে যায় 
আমার চোখের সামনে ,
যেতে যেতে বলে যায় 
স্মৃতিগুলো থেকে যাবে মনের পাতায়। 

-------------------------------------------------------

 
 কৌশিক সরকার
Class:12, 
Gangarampur high school, 
Address: Baskapara, (near surovi beauty parlour) , 
Gangarampur,Dakshin Dinajpur,
Pin:733124, 


No comments:

Post a Comment