কবিতা ।। রোদ্দুর ।। শংকর হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। রোদ্দুর ।। শংকর হালদার

রোদ্দুর 

শংকর হালদার 


পড়ন্ত বিকেলের গায় এখনও বন্ধুত্ব 
ভাগ করে নেয় পার্থিব সমাজ
ভরিয়ে তোলে তাজা চুম্বনে ।

আমার প্রাঙ্গণ জুড়ে খেলা করে 
নিতান্ত শিশুর মতো,
 সে দাতা ।

প্রভাতী আলো খুশির বার্তা বাহক
মধ্যাহ্নে মেলে ধরে যৌবন
অপরাহ্নে ঝরে পড়ে মাতৃ স্নেহে ।

ফেলে আসা পথের বাঁকে স্মৃতির আলপনা
শৈশব হতে বার্ধক্যে অবোধ শিশুর মতো
তার আচরণ ।

ক্ষিতি, অপ, অন্তরীক্ষে বাড়ে তার সখ্যতা
প্রকৃতির ছায়াপথ জুড়ে বিছানো স্নেহের আঁচল
চিবুকে আলতো প্রেম, ঠোঁটে লোটকানো অনুভূতি ।

 উষ্ণ মায়ায় নিজেকে বিলিয়ে দিতে পারি 
জাগতিক মোহ ভুলে, যদি সাথে নাও 
নির্লিপ্ত রোদ্দুর ।

 

ছবিঋণ- ইন্টারনেট।
                     ____________

শংকর হালদার
দাড়া, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগণা, ৭৪৩৩৩৭ 



No comments:

Post a Comment