স্বীকারোক্তি
শ্যামাপদ মালাকার
যন্ত্রণার প্রতি এ-যুগের অমোঘ একটা টান, সত্য'টা জেনেও ক্ষতটা গোপনে মেলে রাখে
তোমার শ্যামবর্ণ আঁখিমূলে আমিও একটি নামহীন
কবিতা রেখে যাবো, পড়ে দেখতো - একজোড়া ধূসর চোখ তার গন্তব্য ছুয়ে ফিরে গেছে কি-না
আড়াল হতে গিয়ে দেখি- কবে মল্লীকা বনে পুতে
দিয়েছি দীর্ঘ রক্তক্ষরণের বীজ
আজ তার শিকড় মেদিনীর বুক ছুঁই ছুঁই
বহুমুখী ইশারায় দগ্ধ করেও কতো সহজে সোপান জয়ের হাতছানিটি জিতে নেয় সে!
বহু সন্তর্পণে হে সভ্যতা! শুধু তুমিই পার হতে নিজেরই বধ্যভূমির একজন অতন্দ্রপ্রহরী...
---------------------------------
শ্যামাপদ মালাকার
বাঁকুড়া, চন্দনপুর
No comments:
Post a Comment