কবিতা ।। জ্বালাও আগুন ।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। জ্বালাও আগুন ।। সাইফুল ইসলাম

জ্বালাও আগুন

সাইফুল ইসলাম

যত পারো আগুন জ্বালাও নিজ ক্ষমতা বলে
আমরা এখন মৃত বস্তু জড় পদার্থের দলে। 
জ্বলে পুড়ে ভস্ম হলেও আমরা রহি চুপ
মোদের আত্মা জানল শুধু তোমার আসল রুপ। 
মিষ্টি-মধূর কথা বলে শেষে দিলে ধোঁকা
মোদের শক্তি তোমায় দিয়ে এখন বনেছি বোকা। 
বিবেক মোদের মরে গেছে তোমার অত্যাচারে
খাবার থালা কেড়ে নিয়ে মারছ অনাহারে। 
তুমি হয়ত ভুলেই গেছ আত্মঅহংকারে
যে জন পারে দান করিতে জেনো সে জন কাড়ে। 
দেহ পুড়ে শ্মশানচিতায় বিবেক পুড়ে ঘরে
জমা রাখ ভস্মগাদা পাহাড় সম করে। 
নিভবে না সেই হাড়ের আগুন বৃষ্টি বাদল হলে
দ্বিগুণ হয়ে উঠবে জ্বলে ঝোড়ো হাওয়া পেলে। 
জন্ম নেবে প্রতিবাদী ভস্ম কণা হতে
ঢেকে যাবে শহর বন্দর জনসমুদ্রের স্রোতে। 
উড়ে গিয়ে অগ্নিকণা পড়বে প্রাসাদ পরে
একই সাথে দেহ বিবেক পুড়বে জনম ভরে। 
 
--------------------------------------
 
  
 
সাইফুল ইসলাম
বর্দ্ধনপাড়া
বীরভূম
-------------------------------      

No comments:

Post a Comment