কবিতা ।। সম্পর্ক ।। মেঘা চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। সম্পর্ক ।। মেঘা চট্টোপাধ্যায়

 সম্পর্ক 

 মেঘা চট্টোপাধ্যায়

কতটা হাত বাড়ালে তোমায় ছুঁতে পারবো?
ঠিক কতোটা মাথা ঝোঁকালে
তোমার আভাষ পাবো
মাটি থেকে গোড়ালির ব্যবধান
কতোটা নিকট হলেইবা
তোমার তর্জনী তুলে ধরা হাত
একটি নারকেল গাছ-কে টপকে যাবে।

হায়! আমার মুক্তো ঝরানো অখিল
আর কতো কাঠ-খড় পোড়ালে
তোমার পরার্থপর কোলে মাথা রাখার 
অনুমতি পাবে একটি রঙহীন পালক।

আজও দেখি নিজের ছন্দে
কত মেঘ, কত জেটবিমান, কত দুর্যোগ
অনুমতি না নিয়েই তোমার বুকে
মাথা রাখার দুঃসাহস দেখিয়ে চলেছে।

হে আমার পরম অম্বর
কই তুমি তো কোনো প্রশ্ন করলে না
শুধু আত্মসংযম, উদারতা আর ভালোবাসার পাহাড়
জমিয়ে গেলে নিজের মনের দেওয়ালে।

তুমিও ফিরিয়ে নিতে চাওনি কিছুই
আমরাও দিতে পারিনি
শূন্যস্থানটুকু না হয় ভরা থাক
একটি কলসির ভেতর অপূর্ণ জলের মতো।
 
----------------- 


 মেঘা চট্টোপাধ্যায়
গ্রাম+পোষ্ট : দেবনিবাস, থানা:ফ্রেজারগঞ্জ কোষ্টাল, জেলা : দঃ ২৪পরগনা


No comments:

Post a Comment