কবিতা ।। মা ।। জলি ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। মা ।। জলি ঘোষ

  "মা"

জলি ঘোষ 


'মা' এই শব্দে লুকায় থাকে
বিশ্বের মায়া মমতা,
সীমার মাঝেও অসীম তিনি
রাখেন কাজের সমতা।

দশমাস দশদিন গর্ভে রেখে
শত দুঃখ কষ্ট সয়,
মা বিনা এই জীবন বৃথা
বিশ্ব বড়ই দুঃখ ময়।

শতেক জ্বালা কষ্ট সয়ে
দেখায় মা যে আলোর মুখ,
মা যে মোদের বিশ্ব সেরা 
মায়ের কোল যে স্বর্গ সুখ।

সন্তান থাকলে দুখের ভারে 
বুঝে যায় তো মা জননী,
মায়ের কাছে প্রতি সন্তান 
পাহাড় সম রয় ঋণী।

মায়ের মতন শ্রেষ্ট রতন
পাবে না তো খুঁজে কেউ,
মাকে ভালো রাখলে পরে
আসবে মনে খুশির ঢেউ।
 
-------------------
 

 
জলি ঘোষ 
 চন্দননগর, হুগলী
                পশ্চিমবঙ্গ।

No comments:

Post a Comment