কবিতা ।। তুমি সেই মেয়ে ।। মোহিত ব্যাপারী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। তুমি সেই মেয়ে ।। মোহিত ব্যাপারী

 

তুমি সেই মেয়ে 

 মোহিত ব্যাপারী 



কতকাল আগেকার সে কথা। 
সকালে ভোরের আলোয় স্বপ্নভরা দুটি চোখ। 
রক্তিম আলোকে সিক্ত কুঞ্চিত কেশদাম। 
ঠোঁটের কোণে এক চিলতে হাসি। 
কখনো নিজের দিকে ফিরে তাকাওনি......
তুমি সেই মেয়ে। 

চারিদিকে সীমাহীন দারিদ্রতা 
আর বুকজোড়া স্বপ্ন। 
ক্ষুদ্র শরীরখানি এগিয়ে নিয়ে চলেছো, 
পথের শেষ কোথায় ! 
গন্তব্যে অবিচল, পথকে সে হার মানাবেই। 
পথের পরাজয়ে পুলকিত মন। 
কখনো নিজের দিকে ফিরে তাকাওনি। 
তুমি সেই মেয়ে। 

ঘোর অন্ধকার অমানিশায় পথ হেঁটে চলেছো। 
সংসার সমুদ্রে সকলের তরী তুমি, 
আশা ভরসা স্বপ্নের। 
রূপসী স্বপনপসারী নও গো তুমি, 
তুমি রূপকার। 
কখনো নিজের দিকে ফিরে তাকাওনি। 
তুমি সেই মেয়ে। 

অমাবশ্যার ঘুটঘুটে অন্ধকার বিদীর্ণ করে 
উদ্ভাসিত ফুটফুটে জ্যোৎস্না। 
জীবনযুদ্ধে জয়ী। 
সকলের পাওনা মেটাতে গিয়ে আজও সে 
নিজের দিকে ফিরে তাকায়নি। 
কেউ ফিরে দেখেনা তাকে। 
তুমি সেই নারী। 

সারাটা জীবন ধরে তুই শুধু দিয়েই গেলি। 
দেশশুদ্ধ লোকে তাই তো বলে তুই নাকি লক্ষ্মী। 
আমি বলি লক্ষ্মীছাড়া। 
আপন ভাড়ার শূন্য করে তুই হলি লক্ষ্মীমন্ত 
সোনার প্রতিমা বউ। 
আবার কম পড়লে, তোকে ভাসিয়ে দিতে বা 
জ্বালিয়ে দিতেও পিছপা হয়না কেউ। 

সত্যিই কি কিছু পাওয়ার নেই তোর ? 
সে কি কেবল নারী বলে ! 
নাকি জীবনের সব দেনা শোধ দিতে গিয়ে 
মূলধনকেও বিকিয়ে দিতে হয়েছে তোকে! 
প্রবঞ্চিত আহত জীবনে কি পেলি তুই নারী! 
---------------------


                          MOHIT BAPARI 
                          ( মোহিত ব্যাপারী ) 
                VILL - NORTH KANCHDAHA 
                PO - KANCHDAHA 
                DIST - NORTH 24 PARGANAS 
                PIN - 743247 
            

No comments:

Post a Comment