কবিতা ।। আড়াল ।। সায়ন মোহন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। আড়াল ।। সায়ন মোহন্ত

 

আড়াল

সায়ন মোহন্ত


হিয়ার মাঝে লুকিয়ে রেখে দুঃখ-সুখ
বেরিয়েছি নূতন সুখের সন্ধানে
আনন্দ কার উছলে উঠে শোকের আবহে
ভেসে গেছে জীবন অনন্ত প্রবাহে
বেলা শেষে পড়ে থাকে কেবলই স্মৃতি
কালের প্রবাহে ভেসে চলে স্রোত, স্রোতস্বিনী অতীত জীবন
কতটুকু পেয়ে কতটুকু হারায়, কতটুকু নিয়ে কতটুকু ছড়ায় হিসাব কিছুই নেই-
পড়ে থাকে গ্লানিময় অতীত
নিভৃতে সকলি আছে -
দিনের মাঝে রাতের সংলাপ।

======০০০======
 
সায়ন মোহন্ত
 চাষা পাড়া, কৃষ্ণনগর, নদিয়া-৭৪১১০১

No comments:

Post a Comment