কবিতা ।। অরুণিমা দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। অরুণিমা দাস

আমার মন চলে যায় ভ্রমণে

 অরুণিমা দাস


মেঘের সঙ্গী হতে যে চায় মোর এই মন 
যাওয়া যাবে সবখানে, চাইবো যখন।

কখনো বা দেখতে চায় কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়
কোনোদিন বা পৌঁছে যাবো মরুভূমি,বালুকাময়।

মন যে করে উড়ু উড়ু, চায় যেতে দুর বহুদূর
কল্পনার পাখায় ভর করে,ইছেশক্তি যে ভরপুর।

ডাকছে আকাশ,ডাকছে বাতাস ডাকছে যে প্রকৃতি
বেরোতে যে চাইছে মন,ইচ্ছেরা দিচ্ছে উঁকি ইতি উতি।

দিচ্ছে যে হাতছানি, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ 
মন আজ খুশিতে পাড়ি দিতে চায়,চড়ে ইচ্ছের বিজয়রথ।
------------------------

 
 ডা: অরুণিমা দাস
 নিউ লেডি ডক্টর হোস্টেল
এন আর এস মেডিক্যাল কলেজ
কোলকাতা - 700014



   

No comments:

Post a Comment