ছড়া ।। সন্ন্যাসী বীর ।। সুব্রত দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

ছড়া ।। সন্ন্যাসী বীর ।। সুব্রত দাস


সন্ন্যাসী বীর

সুব্রত দাস


একটি ছেলে দস্যি দামাল
স্পষ্টভাষী, একরোখা,
সন্ধি ক'রে বন্দ্বী ঘরে 
যাইনি তাঁকে আর রোখা।
শিব জ্ঞানে যাঁর জীব সেবা গো
সেই ছেলেটি সন্ন্যাসী বীর,
জগৎ সভায়, ভারতমাতার
করলো কেমন উন্নত শির।
গরিব দুঃখী, মেথর মুচি
সবাই যে তাঁর ভাই,
বিনিদ্র রাত কাটতো গো তাঁর
সুগভীর ভাবনায়।
আজ তাই তাঁর জন্মদিনে
অসীম শ্রদ্ধা জানাই,
সুখে দুঃখে বুকে আদর্শ হোক
পূর্ণ কানায় কানায়।
 
     ******
 
সুব্রত দাস
পোঃ রামঘাট, সূচকঃ ৭৪৩১৬৬,
গরিফা, উত্তর ২৪ পরগণা


No comments:

Post a Comment