ছড়া ।। ইচ্ছে ডানা ।। তন্ময় দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

ছড়া ।। ইচ্ছে ডানা ।। তন্ময় দাস

 

ইচ্ছে ডানা

তন্ময় দাস

 
আনন্দের কুসুম কলি
তোমরা ভ্রমর, তোমরা অলি।
ধেয়ে যাও বাগান ফুলে 
মধুর আশা ভাবের মুলে।
নতুন রঙের নতুন ডানায়,
 উড়ছে পাখি ইচ্ছে মানায়।
দুরের আকাশ,মেঘের পাড়ে
নীলচে আভায় মুক্তা ঝরে।
গড়ার আশা, গড়ার  ভাষা;
বুকে থাকে প্রেম যে ঠাসা।
নতুন ডালে, নতুন ফুলে
ইচ্ছে পাখি যায় যে ভুলে।
নাইরে ঈমান, নাইরে সম্মান 
পাথর রাস্তা চোখে সমান।
লজ্জা বোধের ভাবের থালা
মন্দ কথায় কানে তালা,
হাজার মেলা, তোমরা খোলা
 পরান পাখি আপন ভোলা।
মনের গোপন ঝরনা ঝরা
তোমরা কিশোর, তোমরা পারা।
-----------------------


নাম-  তন্ময় দাস
গ্রাম+ পোস্ট _ গজলডোবা
জেলা _ জলপাইগুরি

No comments:

Post a Comment