কবিতা ।। নীরবতা ।। অভিজিৎ দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। নীরবতা ।। অভিজিৎ দত্ত

 

নীরবতা

 অভিজিৎ দত্ত


এক অদ্ভুত নীরবতা 
সমাজকে গ্রাস করেছে 
প্রতিবাদ  হচ্ছে স্তিমিত 
শাসকের  রুদ্ররোষ 
আছড়ে পড়ছে 
প্রতিবাদীদের মিছিলে।

শিক্ষিত যুবক কর্মহীন 
মেয়েরা নিরাপত্তাহীন, 
অভিভাবকরা চিন্তিত 
সন্তানদের ভবিষ্যত অনিশ্চিত।

সময় বয়ে চলেছে নদীর মতো
কেউ ধনী, কেউবা গরীব হচ্ছে 
সমাজে উত্তরোত্তর বৈষম্য বাড়ছে।

এক অদ্ভূত অবস্থা চলছে দেশে
বাকস্বাধীনতা, কাজ পাওয়ার স্বাধীনতা
ক্রমশ সঙ্কুচিত হচ্ছে।

ধর্ম নিয়ে হানাহানি 
সাম্প্রদায়িকতা ও পারস্পরিক অবিশ্বাস
যেন বেড়েই চলেছে।
এক সুন্দর দেশ ভারতবর্ষ
এখন মনে হয় যেন
বারুদের স্তূপে পরিণত হচ্ছে।

=====================

অভিজিৎ দত্ত

AT.Mahajanpatti.,P.O. Jiaganj 
Dist.Murshidabad.Pin.742123.

No comments:

Post a Comment