ছড়া ।। গাঁয়ের শীত ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

ছড়া ।। গাঁয়ের শীত ।। রঞ্জন কুমার মণ্ডল


গাঁয়ের শীত 

রঞ্জন কুমার মণ্ডল


অঘ্রাণ গেল পৌষ এলো,হেমন্ত দিলো পাড়ি
জাঁকিয়ে শীত হয় উপনীত,নামালো তার গাড়ি।

দূরেদূরে বাড়ি খোলামেলা বলে জবর শীত গাঁয়ে
খোলা প্রান্তরে ছুঁ মন্তরে ছোটে সে ডাইনে বাঁয়ে।

শীত তো হাঁটে খোলা মাঠে, গাঁয়ের পুকুরঘাটে 
সব্জি সাথে খুশিতে মাতে,দিনভর শীত ছোটে।

হিমেল শীতগেয়ে চলে গীত , সূর্যি গেলে পাটে
জোরকদমে ঠাণ্ডা নামে,কনকনে শীত জোটে।

হিম অঝোরে রাতেই ঝরে, বাড়ে ঠাণ্ডার ধার 
শীতের দ‍্যুতির মাতামাতি,দারুণএক উপহার। 

শীতের জন‍্য গাঁ হয় ধন‍্য পিঠে পার্বণে মাতামাতি 
শীত দুপুরে মজা করে চলে শুধুই চড়ুইভাতি।

গাঁয়ে শীত, তৃণে গায়, গীত সিক্ত হয়ে শিশিরেতে 
শালিক চড়ুই শস‍্যক্ষেতে কাঠবেড়ালিওঠে মেতে।

গাঁয়ে যাই, চলো শীত খাই, দেখি শীতের মেলা
বাউলগীতির মাতামাতি,থাক হাসি প্রাণখোলা।
 
=======০০০======


রঞ্জন কুমার মণ্ডল 
 সারাঙ্গাবাদ,মহেশতলা( ওয়ার্ড নং-35)
দক্ষিণ ২৪পরগণা, পিন নং: 700137
পশ্চিমবঙ্গ। ফোন :+91 82402 49978.

No comments:

Post a Comment