পদ্মনাভ
আকাশ নামে মাটির কাছে;
রবির আলোয় জলের খেলা-
মাছের ঘুমে নীরব দুপুর;
গাছের নিচে ছায়ার মেলা।
রাস্তা চলে ব্যস্ত বাঁকে;
গা গরমে রোদের ঝলক-
আনমনেতে ধুলোর ওড়া;
মাথায় খসা পাখির পালক!
---------------
পদ্মনাভ
৯৭ কবি ভারত চন্দ্র রাস্তা
বেশোহাটা বাদামতলা চন্দননগর
জেলা- হুগলী
ডাকঘর - গোন্দলপাড়া ৭১২১৩৭
৯০৩৮৪২১১৫০
No comments:
Post a Comment