দুটি কবিতা ।। অজিত কুমার জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

দুটি কবিতা ।। অজিত কুমার জানা

 

 দুটি কবিতা ।। অজিত কুমার জানা

সিন্ধুকের ডাক


আর কতটা পথ হাঁটলে, 
তোমাকে ছুঁতে পারবো !
ঢাল পথে গাড়ি অসহায়,
বিশ্বাস আর নিশ্চয়তা নবজাতক। 
ঘড়ি ধরে কত অনুশীলন, 
চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড। 
মানচিত্র নিয়ে হাতে কলমে,
সবুজ, নীল, খয়েরির পরিচয়পত্র। 
সিন্ধুকের পাহাড় শরীর, 
তালাবন্ধ সিন্ধুক, কেন ডাকো ?
 

অনুদান 


তোমাকে অনুবাদ করে করে,
মানুষের চরিত্রকে উপড়ে ফেলে,
বৃক্ষের চরিত্রকে প্রতিস্থাপন করেছি।
সব ভাষা গিলে খেয়েছে,
কলমে কালির মন্বন্তর। 
বৃত্তের পরিধিতে অনুবাদের মিছিল, 
কেন্দ্রবিন্দু স্থির, নির্দিষ্ট। 
গলা পর্যন্ত ডুবে কাঙালের বাড়ি,
চৌদিকে উপকার মিছিল। 
নগদ বই শূন্য হয়ে যাচ্ছে,
অনুদান, তুমি কই !
 
========০০০=======
 
 
অজিত কুমার জানা 
গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর, 
জেলা-হাওড়া, পিন-৭১১৩০১,পশ্চিমবঙ্গ। 


No comments:

Post a Comment