কবিতা ।। সর্বহারা ।। মৃত্যুঞ্জয় হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। সর্বহারা ।। মৃত্যুঞ্জয় হালদার

 

সর্বহারা

মৃত্যুঞ্জয় হালদার


মাথার উপর কেউ নেই আজ
আছে খোলা আকাশ,
দিবসযামি মন জুড়ে তাই
বিষাদ আর হা-হুতাশ।

মা হারিয়ে অনাথ আমি
সর্বহারার দলে,
মায়ের কথা পড়লে মনে
চোখ ভেসে যায় জলে।

মা ডাকে সুখ পাইনি আমি
মায়ের আদর স্নেহ,
জীবনজুড়ে পেলাম শুধু
অবজ্ঞা আর হেয়ো!

মায়ের কথা তেমন করে
ঠিক পড়ে না মনে
মা যে আমার হৃদয় মাঝে
হারায় ক্ষণে ক্ষণে।
 
...................................................... 
 
মৃত্যুঞ্জয় হালদার
গড়িয়া স্টেশন রোড
কলকাতা-৮৪  পশ্চিমবঙ্গ
তাং- ০৪/০১/২২ 

No comments:

Post a Comment