আমার ছড়া-তোমার ছড়া ।। মানস চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

আমার ছড়া-তোমার ছড়া ।। মানস চক্রবর্তী

 

আমার ছড়া-তোমার ছড়া

মানস চক্রবর্তী


আমার ছড়া ভীষণ খারাপ
আমার ছড়া কালো
তোমার ছড়া সবার সেরা
তোমার ছড়া ভালো।

আমার ছড়া রুগ্ন-শুকনো
আমার ছড়া বাজে
আমার ছড়া লাগে না যে
কারও কোনও কাজে।

আমার ছড়া ছন্নছাড়া
ছন্দে বড়ই কাঁচা
তোমার ছড়া মঞ্চ কাঁপায়
মাতায় পাড়ার মাচা।

আমার ছড়া দোষে ভরা
নানান দাগে দাগী
তোমার ছড়া সর্বসেরা
সবাই অনুরাগী।

আমার ছড়া ছাপার জন্য
ধরতে হয় না  খুঁটি
যে যাই বলুক আমি জানি
এটাই আমার ত্রুটি।
 
-----------------------------------
 
মানস চক্রবর্তী
উত্তর বাওয়ালী, নোদাখালি,
দক্ষিণ চব্বিশ পরগনা,
পিন--৭০০১৩৭

No comments:

Post a Comment