কবিতা ।। সন্দেহ জাগে ।। মানস বন্দ‍্যোপাধ‍্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। সন্দেহ জাগে ।। মানস বন্দ‍্যোপাধ‍্যায়

      

      সন্দেহ জাগে

        মানস বন্দ‍্যোপাধ‍্যায়

            মাঝে মাঝে সন্দেহ জাগে
           তুমি কার ঔরস জাত !
           যে ভাবে ওকালতি করো
           বিদেশী হানাদার নিয়ে ,
           অমূলক নয় এই সন্দেহ ।

           যে দেশ বিদেশীর হাতে
           বার বার হয়েছে শাসিত,
           সে কথা কে বলতে পারে!
           কার রক্ত কার দেহে জারিত?

           অনেকের আচরণ সে কথাই বলে
           রক্ত কখনো করে না বেইমানি,
           কি করে বিশ্বাস করি?
           শতবার ঠকেও যারা বোঝেনি!

           যারা মুঘল কিংবা ইংরেজ তাড়িয়ে
           একদিন স্বাধীন করেছে এই স্বদেশ,
           তাঁদের কথা বেমালুম ভুলে গিয়ে যারা
           আবার বেচে দিতে চায় এই দেশ।

          কি করে বিশ্বাস করি ?
          প্রতিক্ষণে সন্দেহ জাগে
          তুমি কার ঔরস জাত!

                  ---------------

          মানস বন্দ‍্যোপাধ‍্যায়

         গ্রাম-জগমোহনপুর, পোষ্ট -হরিপুর
         জেলা- হুগলী, সূচক-712701
         মোঃ-9883484350
          
            

No comments:

Post a Comment