ছড়া ।। বেহ্মদত্যির বর ।। সবিতা বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

ছড়া ।। বেহ্মদত্যির বর ।। সবিতা বিশ্বাস


বেহ্মদত্যির বর

সবিতা বিশ্বাস

 

দুপুর রাতে ছাদের পরে

বাজছে মাইক তারস্বরে

ব্যাপারখানা দেখতে গিয়ে

পড়ছিল পা গরম ঘিয়ে 

মচকে পায়ে ভীষণ ব্যথা

বলছি খুলে সেসব কথা

একটুখানি সবুর করো

 

নাকি সুরের আওয়াজ শুনে

চড়ছি সিঁড়ি চরণ গুনে

চতুর্দশীর অন্ধকারে

চলকে পড়ি কার যে ঘাড়ে!

হ্যাঁচকা টান খচাত্ জোর

মগজে ঘিলু নেই কি তোর?

ভূতের হাতে এবার মরো

 

তোরা সবাই অধম নর

ভূতকুলের কমছে দর

জল জঙ্গল নিকেশ করে

হাইরাইজে মানুষ ভরে

পোড়োবাড়ির দখল নিস

ভূতের নামে ব্লেমটা দিস

আজকে তার বিচার হবে

 

বিনয়ে বলি তোমরা ভালো

কলেজ স্ট্রিটে জ্বালাও আলো

ভূতের বই দারুন চলে

পিসি মাসিরা তাইতো বলে

রাজ্য জুড়ে তোমরা আছো

ভূতকরণে ডিস্কো নাচো

দোষ ধরেছি বলতো কবে?

 

খুশির চোটে বেহ্মদত্যি

দিয়েছে বর তিন সত্যি

পড়াশোনাটা উঠুক লাটে

দেবদেবীরা বসুক পাটে

চড়ুক লোক করোনা খাটে

চলুক মহোত্সব |

         

 

 --- --- ---

 

 

 

Sabita Ray Biswas

Flat - 3k Block -4,

Shankar Tower,

33 Sukanta Sarani,  Italgachha                        

Kolkata 700079


 

No comments:

Post a Comment