কবিতা ।। হারিয়ে যাবার আগে ।। অমিত কাশ‍্যপ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। হারিয়ে যাবার আগে ।। অমিত কাশ‍্যপ


হারিয়ে যাবার আগে 

অমিত কাশ‍্যপ


হারিয়ে যাবার আগে একবার এসেছিল
হারিয়ে তো নিজে নিজেই গিয়েছিল 
সবুজ মাখতে মাখতে বনের আড়ালে নয়
আশ্চর্য পাহাড়ের ঝর্ণার জলতরঙ্গে নয়
সাধারণ শহর ছাড়িয়ে মফস্বল বা জনারণ‍্যে

হারিয়ে যাবার আগে একবার এসেছিল 
কয়েকটা বইখাতা আর ডাইরি, একটা কলম
সুন্দর একটা প‍্যাকেটে ভরে, সযত্নে রাখবেন 
কিছু বলতে বলেছিল, বন্ধুকে দেব, হল না 
বন্ধু নেই, পরে একদিন এসে নিয়ে যাব

একদিন করে করে অনেক দিন হল, শীত এল
গাছে গাছে বাগানে শীত জমল, বাড়ির দাওয়ায়
সকালের শীতের এমন মাদকতা, চমৎকার 
ভাবতে ভাবতে সেই সুন্দর প‍্যাকেটের কথা 
প‍্যাকেট উপুড় করতেই ছিল, না ফেরার কাহিনি 
 
--------------------- 
 
 


অমিত কাশ‍্যপ 
85 এ, শম্ভু বাবু লেন, কলকাতা 14


No comments:

Post a Comment