Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

গল্প ।। বিদায় মিনা ।। অঙ্কিতা পাল

বিদায় মিনা

অঙ্কিতা পাল 

 

অরূপ সকালের খবরের কাগজে চোখ রাখতে না রাখতেই চমকে ওঠে। খবরের শিরোনামে সল্টলেকের এক গৃহবধূর আত্মহত্যা।
খবরটি দেখে তার সারা শরীর শিউরে ওঠে চোখ অন্ধকার হয়ে যায় মাথা ঘুরে যায় দুচোখে জল নেমে আসে।
তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে কাঁদতে থাকে - এই মিনা, মীনাক্ষী তুমি কোথায় হারিয়ে গেলে। তারপর সে কাঁদতে কাঁদতে  খাটের এক পাশে বালিশ মাথায় দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে............. চোখে ঘুম আসে না, ভেসে ওঠে সেই অতীতের  হারিয়ে যাওয়া প্রতিচ্ছবি।
এইতো সেদিনের কলেজ জীবনের কথা আমি তখন  বাংলা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আর মীনাক্ষী  নতুন প্রথম বর্ষের ছাত্রী। আজ কলেজের নবীন বরণ উৎসব একটি মেয়ের পরনে গোলাপী রংয়ের চুরিদার খুব ফর্সা অপরূপ সুন্দরী সে, যেন মনে হয় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমি ও তার ডাক উপেক্ষা না করেই লাল গোলাপ টা তার হাতে দিয়ে জিজ্ঞেস করলাম নাম কি তোমার? সে যেন এক ফালি হেসে উত্তর দিলো - আমার নাম মীনাক্ষী, মিনা ও বলতে পারেন। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব ঠিক তারপরে ভালোলাগা ও পরে প্রেমে পরিনত হলো আমাদের সম্পর্ক। এভাবেই কটি বছর কেটেছে।.................
মনে মনে ভাবলাম আজ মিনার সঙ্গে দেখা করে তাকে চমকে দেবো হঠাৎ সেদিন সকালে একজন পিওন দরজায় কড়া নাড়ে, দরজা খুলতেই এলো বিয়ের চিঠি।............
আমি কিঞ্চিত অবাক হয়ে চিঠিটা খুলে দেখি  পাত্রী - মীনাক্ষী সেন। আমার দুই চোখ জলে ভরে গেলো। আজ ও সেটি সম্পূর্ণ পড়া হলো না,  সযত্নে রেখে দিয়েছি। তা ও প্রায়  দেখতে  দেখতে ২ বছর হয়ে গেছে, আর যোগাযোগ করা হলো না মিনার সাথে। সে যেন আঁধারে বিলীন হয়ে গেলো আমার জীবন থেকেই, মনে হলো যেন গোটা পৃথিবী টা আয়নার মতো ভেঙে টুকরো টুকরে হয়ে গেছে।     
এরপর শুরু হল আমার নতুন পথ চলা, আমি এখন পলাশপুরের প্রাথমিক স্কুলের হেডমাস্টার  কতো দায়িত্ব ও কতো কর্তব্য আমার। সবকিছু ভুলে গিয়ে ছাত্র-ছাত্রী নিয়ে বেশ ভালই কাটছিল জীবনটা।

কিন্তু আজ সকালে আবার সেই খবর...........

খবরের শিরোনাম " সল্টলেকের বিখ্যাত ব্যবসায়ী আকাশ রায় এর স্ত্রী মীনাক্ষী রায় ( সেন ) আত্মঘাতী হন।..............


------------------------------------

নাম - অঙ্কিতা পাল
ভাঙ্গড়  দক্ষিণ ২৪ পরগনা


 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল