কবিতা ।। চেনা চেনা মুখ ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। চেনা চেনা মুখ ।। দীনেশ সরকার


চেনা চেনা মুখ

দীনেশ সরকার


অজানার ভিড়ে হারিয়ে গিয়েছে কত চেনা চেনা মুখ
ভাবতে গেলেই তাদের কথা যে বিষাদেই ভরে বুক ।
বেদনার স্রোত বয়ে যায় বুকে হাহাকার ওঠে মনে
চেনা মুখগুলো আসবে কি ফিরে কখনো শুভক্ষণে !

সেদিন পেলাম চেনা মুখ এক স্টেশনের চত্বরে
বাল্য বন্ধু সামনে দাঁড়ালো অনেক বছর পরে ।
স্মৃতির খাতায় জমা ছিল যত হাসি-কান্নার গান
দুজনে-সুজনে আদানে-প্রদানে তৃপ্ত হ'লো যে প্রাণ ।

কত চেনা মুখ তারাদের দেশে পেতেছে আসনখানি
কোনোদিন তারা আসবে না ফিরে সেকথা ভালোই জানি ।
মন তো মানে না বুকের প্রসূনে ব্যথার পাহাড় গড়ি
কালের নিয়মে স্মৃতির অতলে চেনা মুখগুলো পড়ি ।

চেনা চেনা মুখ যেন মনে হয় কত তারা আপনার
মিলনে তাদের লঘু হ'তে পারে মনের যাতনা ভার ।
কত চেনা মুখ অচেনার ছলে যায় চলে পাশ দিয়ে
অপলকে তাই চেয়ে চেয়ে দেখি কত সংশয় নিয়ে ।

চেনা চেনা মুখ বার বার খুঁজি জানা-অজানার ভিড়ে
বুকে নিয়ে আশা একবার তারা যদি কভু আসে ফিরে ।
যাদি একবার দুহাত বাড়ায় অতীত রোমন্থনে
ভরবে হৃদয় খুশি আর গানে সতত রবে মননে ।

**************************************
 
 
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬

No comments:

Post a Comment