কবিতা ।। সময়ের ক্যানভাসে ।। বিশ্বজিৎ কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। সময়ের ক্যানভাসে ।। বিশ্বজিৎ কর

 

সময়ের ক্যানভাসে

বিশ্বজিৎ কর


ফেলে আসা সময়গুলো -
কবিতা হ'তে চায়! 
একটা ছন্দের সন্ধানে দেওয়াল পত্রিকার ছবি আঁকে, কাঁপা হাতের অনুলিখনের! 

ফেলে আসা সময়গুলো -
গানও হ'তে চায়! 
মায়ের আঁচলপ্রান্তের ছন্দগুলো এলোমেলো হয়ে যায়, না-কবিতার অমানিশায়!

আসলে সময়ের ক্যানভাসে অতৃপ্তির মর্মরধ্বনি, 
কবিতা ধুঁকছে! 
 
======০০০======

No comments:

Post a Comment