Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

আবদুস সালাম-এর গুচ্ছকবিতা ।। পিচ্ছিল সময়ের হাত ধরে বয়ে যায় উন্মাদের ব্যাকরণ...


সময়ের নদী দিয়ে পিচ্ছিল আয়োজন ভাসে

সময়ের নদী দিয়ে পিচ্ছিল আয়োজন ভাসে
সময়ের কোটরে ওত পেতে থাকে সবুজ জার্সি
বারবার বদল হয়  মনের পোশাক 
জীবন থেকে চলে যায়  ভূমিকাবিহীন গোত্র পরিচয়
   রাখালের সংসদে আসে আত্মীয়-স্বজন রাতের আয়োজন ফুরিয়ে গেলে রাস্তায় বসে শুনি ঘাসের  ফিসফিসানি

চরিত্র হারানোর ভয়ে দেবমন্দিরের চাতালে বুনে দিই প্রতারণার বীজ
পিচ্ছিল সময়ের হাত ধরে বয়ে যায় উন্মাদের ব্যাকরণ

 

অলক্ষুণে


 সম্পর্কের উঠোন আজ স্যাঁতস্যেঁতে 
 বিবর্ণ ঢেউ উঁকি মারে জলের ছায়ায় অসমতল স্নেহগুলো ভেজালের বারান্দায় সেঁকে নেয়   ভরসা

সময়ের শ্যাওলা জমেছে নিস্তব্ধতার ঘাটে
 পিচ্ছিল উপত্যকায় শুনি  মৃত্যুর পদধ্বনি ব্যর্থ দহন চিত্র খুঁজে পায় খাজুরাহের গায়ে নৈরাশ্যের চরে বাসা বেঁধেছে ডাহুক

 নৈঃশব্দের চিল উড়ে চলেছে স্যাঁতস্যাঁতে আকাশে
 প্রচ্ছদহীন অলক্ষুণে বারান্দায় জমা হয় নৃশংস অন্ধকার 


আলনা


আমাদের দুঃখগুলো সাজিয়ে রাখি আকাশের আলনায়
তথা কথিত স্বজনেরা  বসিয়ে দেয় রাস্তায়
সব অসহযোগিতাগুলো   রাস্তার মোড়ে বাজায় মরুভূমির গান 
বিষন্ন পাহাড়ের গায়ে সেঁটে আছে ধ্বংসের পতাকা

আকাশের আলনা থেকে পড়ে যাচ্ছিল অব্যক্ত বেদনা
নিঃস্ব হাত
এভাবেই প্রিয় বেদনারা পিরামিডের দুঃখ- কষ্ট  তুলে রাখছে আলনায়


সম্মোহন

সকাল হলেই শুনি  কাক,কুকুরের বিভৎস চিৎকার
   ভেসে আসে মুমুর্ষের আর্তনাদ
সংগঠিত ক্ষয় আর মনুবাদী হুংকার       বেভুল চৈতন্য মাতোয়ারা হয়

আ‍্যম্বুলেন্স ছোটে হাসপাতালের দিকে
মনুষ্যত্বের আহবানে বিপর্যয় নেমে আসে পাড়া মহল্লায়

দীর্ঘ শ্বাসে কেঁপে উঠে সময়ের দালান
উদ্বাস্তু মসজিদের ইঁট উড়ে যাচ্ছে আকাশের কার্নিশে
হাত,পা ভাঙা আর্তহাহাকার আর ধর্ষণের বাজনা বাজছে তারস্বরে

উদ্ধত ঘাতক খুলে বসেছে ধর্মের দোকান
দেদার বিক্রি হচ্ছে হাড়ের মালা আর ধর্ষকের  বীজমন্ত্র

শরণার্থী শিবিরে দাউ দাউ করে জ্বলে উঠছে  আগুন
জাতীয় পতাকার উপর সেঁটে দিচ্ছে
ধর্ম পতাকা

  ঐতিহাসিক প্রজন্ম ধ্বংসের উৎসবে মাতে প্রতিদিন
শূন্যতার উচ্ছ্বাসে শয‍্যা পাতে অবৈধ চৈতন্য
ভ্রষ্ট যমুনায় খেলা করে সম্মোহন


ব‍্যাভিচার

রোজ রোজ চৈতন্যের দরজায় কড়া নাড়ে ভ্রম
রাতের বিছানা  কন্টকাকীর্ণ হয়
ছটফট করি
নিঃসঙ্গতা গিলে খায়
ফুল ফোটে জাগরণের

উলঙ্গ রাত
ব‍্যাভিচার ডানা মেলে
বিষবৃক্ষের ছায়ায় দুদন্ড বিশ্রামের চেষ্টা করে বিষাদ কন‍্যারা
আমাকে চুম্বন করে
অবৈধ ইচ্ছেরা স্বপ্ন মৈথুনে  মগ্ন হলে
চৈতন্যের দরজায় কড়া নাড়ে রূপ কথার কন‍্যা

বিবর্ণ ক্ষতগুলো মূখর হলেআমাকে উলঙ্গ করে প্রতিদিন
জাগরণের উৎসবে মেতে ওঠে ব‍্যাভিচার
উপশমহীন যন্ত্রণারা প্রায়শ্চিত্ত করে
হোলি খেলে মরচে ধরা বিবেকের মাঠে
বিরাম বর্জিত জনপদে হেঁটে যায়  মনুষ্যত্বের আধমরা লাশ
বিষন্ন জলে স্নান করে সূচী হতে চাই নিঃসঙ্গ ব‍্যাভিচার আর বিশ্বাসের নদীতে যখন জোয়ার আসে
তখন ডুবে যায় আমাদের উদ্বাস্তু প্রেম 

###

 

আবদুস সালাম
প্রয়াস, শ্রীকান্তবাটি মাদারল্যান্ড
ডাক রঘুনাথ গঞ্জ ,মুর্শিদাবাদ
৭৪২২২৫

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক