Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

অণুগল্প ।। এক চিলতে রোদ্দুর ।। অদিতি ঘটক

এক চিলতে রোদ্দুর

 অদিতি ঘটক


'কথারা ভিড় করে আসে 
তবু তোর চোখের দিকে তাকালে
বুকের ভেতর নিরন্তর ঢেউ ভাঙার শব্দ
আমায় অবশ করে রাখে
তুই তো
কোনো জাদুকর নয় 
তবুও এই সম্মোহনী মায়া
দিগন্তের মত বিস্তৃত হেঁয়ালি কিছু
অবগাহন না সঞ্চরন তোরই হাতে
আমার জীবন মরণ
আমার সকল বোধ' .........
 
"মা, এই লোকটা কে? যে তোমায় রোজ কবিতা লেখে। তোমায় লেখে কেন?"
"বুবু, তুই আবার আমার ফোন ধরেছিস! বারণ করেছি না।"
--"আমার ফোনে নেট আসছিল না। তাই নিয়েছি। লোকটা জানে তোমার এত বড় মেয়ে আছে?" বোলো। তাহলে আর লিখবে না। কোনো বুড়িকে কেউ কবিতা লেখে না। হিঃ, হিঃ।
 মেয়ের কথায় বিদিশার চোখে জল চলে আসে। তবুও কিছু বলে না। একটা কিশোরী বয়সের মেয়েকে সব অনুভূতি ব্যাখ্যা করা যায় না। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একজনের কবিতা ভালো লাগে। কয়েক দিন পর পর পড়ে কমেন্ট করার পর লেখক নিজেই কবিতা কোথাও পোষ্ট করার আগে বিদিশাকে পাঠায়। বিদিশা পড়ে অনুমোদন দিলে বা সংশোধন করে দিলে তবে লেখক কবিতা পোস্ট করেন। এই ভাবেই দুজনের মধ্যে এক অদ্ভুত রসায়ন গড়ে উঠেছে। এই নাম বিহীন নির্ভরশীলতার কোনো দিক নেই কোনো দিশা নেই বিদিশা তা জানে। তবুও কিসের যেন টান তাকে এই দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার একঘেয়ে জীবনে যেন এক চিলতে মরুদ্যান। যেন এক ঝলক ঠান্ডা বাতাস। একটা  টুকরো দখিন খোলা বারান্দা।
 
 কবিতা বিদিশার খুব প্রিয়। পলাশও  বিয়ের আগে কলেজে অনেক কবিতা শোনাত। সবই কোনো না কোনো কবির। বিদিশা তাই শুনেই তদ্গত হয়ে যেত। বিয়ের পর প্রথম দিকে বিদিশা বলেছিল এই আমায় নিয়ে একটা কবিতা লেখো না গো। তুমি তো এত কবিতা পড়। পলাশ হাসিতে ফেটে পড়ে বলেছিল, "তুমি পারোও বটে। আরে, সেসব তো তোমাকে পটানোর জন্য। কত কষ্ট করে মুখস্থ করতে হত। বন্ধু বান্ধবদের থেকে ঝাঁপতে হত। পকেটে চিট নিয়ে ঘুরতাম। চোখ মটকে বলেছিল, না হলে হার্টথ্রব বিদিশা ম্যাডাম কি এই নগণ্যর গলায় মালা দিত?" তারপর বিদিশা কোনোদিন পলাশকে আর কবিতার কথা বলেনি। পলাশও নিজে থেকে এক দু লাইন আওড়াইনি। বরং সকালে বেরিয়ে রাতে ফিরে এসে খাওয়া দাওয়া করে বিদিশার দখল নেওয়াকেই তার দায়িত্ব ও অধিকার বলে মনে করেছে। বিদিশাও এতদিন সংসারের সব দায়িত্ব কর্তব্য একাহাতে সামলিয়ে এটাকেই জীবনের স্বাভাবিক গতি বলে মেনে নিয়েছে। তার অসময়ে বুড়িয়ে যাওয়াও যেন সেই দায়িত্বের গুরুভার পালনেরই অঙ্গ। মাথার চুলে পাক, চোখের তলায় কালি, মুখে বলিরেখার দাগ প্রতিদিনের যুদ্ধের সৈনিকের চিহ্ন বহন করছে। তারই মাঝে এই এক টুকরো আকাশ বিদিশাকে দিয়েছে নিজস্বতার সুন্দর স্বাদ। কোনো কিছুর বদলেই বিদিশা তার এই এক চিলতে রোদ্দুর হারাতে নারাজ। সমস্ত দায় দায়িত্বের সাথে থাক না একটু উষ্ণ পরশ। যেখানে সে পায় ফেলে আসা বসন্তের মাধুর্য আগামীর পথ চলার পাথেয়।
 
 ছবিঋণ- ইন্টারনেট
                                                #######################
 
 অদিতি ঘটক
 চুঁচুড়া
হুগলি

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল