Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

শেখ সামসুল হক -এর একগুচ্ছ কবিতা



সেই বলছে না


হৃদয়ে সাগর শপথ ঢেউ তুলে
যখনি যাকে বলেছি এই কুমার তীরে এসো
সেই বলেছে না

তারপর থেকে এই আমি সেই আমি নেই
সদাশয় অমানুষ হয়ে গেছি
রক্তে পশুবৎ সারেঙ্গী বেজে চলেছে একটানা
খাই খাই ভাব লেগে আছে সারাক্ষণ

ভালো আছি কি মন্দ আছি
ভেতরে শিক্ষিত বেকার যুবকের হাউকাউ
সমকালীন অন্ধকূপ হত্যাকে
বলছে সাবধান! শেষ দেখে নেবো

আর যে কিছুই বলার নেই বাকি
যখনি যাকে বলেছি লাল নদীর দেশে যাবো
সেই বলেছে না

এই ভাবে একটি যুগ পালিয়েছে
বেগমতি হারিয়েছে গঙ্গায়
গঙ্গা লুকিয়েছে পদ্মায়-আর আমি
কোথায় পালাবো, পালাবার পথ নেই কোন ?

লোক ভয়ে ভীত নই সে কথা সবার জানা
তবুও অজানা কামনার কাছে
তা না হলে এই তুমুল ডাকাডাকি
কেউ না কেউ শুনতে পেতো, শুনেনি তাইতো
বলেনি কেউ এসেছি ফিরে
অসীম পাওনা সবটা বুঝে নিতে।



বিলাশ বিক্ষোভ আমার কাছে


নব জাতকের সংগ্রাম বুকে বাড়ছে বিক্ষোভ
জীবনের মুখে এসে গেছে রাত জল ছবি তাই
দুয়ারে দাঁড়িয়ে অবাক চোখের শিকার হচ্ছে

বিদায়ী প্রহর প্রভা সব
বিলাপ ছড়িয়ে যেতে যেতে কি যেন বলছে
আবার বলছে এবার তাহলে যাই ফিরে যাই
অচেনা  অনাদি অতীতের কাছে যাই
ভালোবাসা যেখানে নাই যাই সেখানে যাই

যেখানে আদিম ইচ্ছেরা বাড়াবে না হাত
ছোঁবে না হৃদয় টানবে না চিরহরিৎ অমল প্রাণে
ডাকবে না কেঁপে কেঁপে ওঠা বৈশাখী কণ্ঠমালা
তরল পবনে বিজলী ছটায় গোলাপ বাগানে ঝড়
তুলবে না বলবে না এসো আমার ভিতরে যাই

এই সব ছেড়ে এখন অনেক দূর এসে গেছি
ফিরে যাবার সমূহ লোভ পালিয়েছে
ছড়িয়ে গেছে বারুদ কণা পথে পথে
সেই পথ আজ আমার কাছে সা-রে-গা-মা-রে
ধা-ধি-না-নাতিন নারে জীবনকে জ্বালিয়ে যাই।
 


কথা হোক বা না হোক




অবহেলা ভুলে গিয়ে দেখে আসি
বলা আছে তাও জানি যেতে চাই
কেন যেতে যেতে তবু ফিরে আসি
বাধা নেই তাও জানি, যেতে চাই

যাবার বেলা আগুন খেলা শুরু হয়
ভেতরে জ্বলে উঠে দেখি খাঁ খাঁ মাঠ
শুকনো নদী, অবাক চোখে কি যেনো কি
বলতে গিয়ে থমকে যাই, যেতে হয়

কত যে অভীরু অসহায় সারাক্ষণ
এইতো সেদিন থেকে কত কাছাকাছি
সাধ নেই দেখার তা নয় দেখতে যাইনে
তুমি আজ ডাইনে সে কথা বলতে চাইনে

শুধু চোখের দেখা দেখে আসতে চাই
কথা হোক বা না হোক দেখা যদি পাই।


একেলা আরো



শুদ্ধ মানুষ আমাকে বলুক কেউ
এমন বাসনা কখনো করুক কেউ
সাগরে খড়গ কৃপাণ নদীর ঢেউ

শুদ্ধ মানুষ আমাকে বলুক কেউ
দরকার নেই ; চাইনে, চাইছি শুধু
একেলা থাকার বিনীত সাহসাবলী
স্মৃতির আগাছা উপড়ে ফেলার কথা
এখনি বলতে চাইনে, চাইছি শুধু
একেলা থাকতে এইতো দিনের মতো

শুদ্ধ মানুষ আমাকে বলুক কেউ
মাইল মাইল দূরের পুরনো ছবি
নীলক্ষেত ফেরা জীবন নয়তো সে যে
আকাশ কাননে উদাসী যাওয়া আসা
কেবলি বুকের ব্যথাটা বাড়িয়ে তুলে
ক্ষমা নেই তার, মাথায় চড়েছে খুন

শুদ্ধ মানুষ আমাকে বলুক কেউ
সকাল হারিয়ে বিকেলে দাঁড়িয়ে আছি
সাগরে খড়গ কৃপাণ নদীর ঢেউ।


ঘুরে যাই


ঘুরে যাই ঘুরে যাচ্ছি
তোমাদের দেখে ঘুরে যাই যেতে হয়
যথাক্রমে রক্ষণশীল মানব
রমণীর চোখ, সাপের ছোঁবল
কুকুরের বিলোল দাঁতের কারুকাজ দেখে
হঠাৎ অন্যপথে ঘুরে যাই
যেতে যেতে ভাবি পথ পালটে বেঁচে গেলাম

ভাবতে ভাবতে একডালা দুর্গ
অবরোধ হয়ে যাবার খবর এলো
ঘাঘর নদী ফতেহাবাদ শিবির থেকে
বেরিয়ে আসছে কারা অচেনা পৃথিবী
লজ্জা হারিয়ে ছুটছে বৈশাখ হৃদয়ে

সেই পৃথিবীর মানুষ আমরা
হাজার রকম দোষের বোঝায়
নেই সোজা তবু মাঠের ফসল
ঘর বাড়ি সরল রূপের বঙ্গনারী
নদীর সোহাগ আকাশ উজাড় আলো
কেড়ে নিতে পারে এমন বুকের পাটা
নেই কারো, যদি থাকে কারো মন!
আজীবন বাঁচা মরার খড়গ হাতে
তৈরী আছি আসুক শকুন বিভূঁইর।
===================================






শেখ সামসুল হক
কবি, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা।
ঢাকা, বাংলাদেশ।



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক