Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

গল্প ।। রোদনভরা বসন্ত ।। সুচন্দ্রা বসু



রোদনভরা বসন্ত

সুচন্দ্রা বসু 





          " মুগ্ধ হয়ে গানের আবেগে
                         উঠল মনে প্রেম যে জেগে
মধুর অমৃত বাণী শুনে
                      প্রেমের নেশা জমলো নয়নে
মরমে উঠল সে ধ্বনি বেজে 
                 বসন্ত  কেন যে হৃদয় ভেঙেছে?
গোলাপদিনে কি হলো দশা
                           ব্যাকুল মন হারাল ভাষা
জাগল কেন যে মনে তৃষা?
                        হারাল হৃদয় স্বপন নেশা।"

একমাস ধরে মিঠু আর আমি খেয়াল  করছি ছেলেটি ওষুধের  দোকানের সামনে রোজ বসে  থাকে। টুলে বসে রোমান্টিক সব গান গায়। দূরে গাছের দিকে তাকিয়ে থাকে। মনে হয় আমাদের দেখলেই যেন তার উৎসাহ বেড়ে ওঠে। অনুপমের বাড়িয়ে দাও তোমার হাত গানটা তার মনে পড়ে যায়,বে-সুরে গাইতে থাকে। আর কি যেন ভেবে হাসে।আমি দেখি  মুচকি মুচকি মিঠুও হাসে। লজ্জায় রাঙা হয়ে ওঠে তার মুখ। থুতনি তুলে ধরে তাকে আমি দেখি আর বলি,
 কি হল রে তোর?
 অমনি মিঠু হাতটা আমার সরিয়ে দিয়ে, ধ্যাত কি যে বলিস? বলেই মুখটা নত করে। 
জিজ্ঞেস করি, প্রেমের কলি ধরল নাকি মনে।কথাটা তার কানে বাজে। কিন্তু প্রেমের কুঁড়ি তার মনে ফুটেছে, দেখলেই বোঝা যায়। 

কি যে হল সেদিন।  মিঠু আর আমি যাচ্ছিলাম শপিংমলে। মিঠু ছিল আমার সামনে দাঁড়িয়ে। বাস এসে থামতেই মিঠু মাথা নত করে বাসে উঠে পড়ে আর বাসের ভেতর থেকে কেউ একজন নীচে নেমে আসার চেষ্টা করে। হঠাৎ মিঠুর বুকে তার হাতটি লেগে যায়। সঙ্গে সঙ্গে মিঠু ক্ষুব্ধ হয়ে ওঠে। বলে ওঠে অসভ্য ইতর।ঘরে মা বোন নেই? বলে সে চড় মারার জন্য হাত তুলতে যায়। এমন সময় কেউ একজন পেছন থেকে হাতটা চেপে ধরে  বলে সত্যিটা জানলে আপনি হাত তুলতে পারতেন  না। আর কোন কথা না বলে পাশ কাটিয়ে দুজনে নেমে গেলে আমি মিঠুকে নিয়ে বাসে উঠে বসলাম। অনেকেই নানান মন্তব্য করতে থাকে। দুজনেই তা হজম করে নিলাম। শপিং সেরে ফিরলাম বাড়ি। 
ফেরার পথে ওষুধের দোকানে আবার ওই লোক দুজনকে দেখে মিঠু  চমকে ওঠে। আমাকে বলে চল সরি বলে আসি। আমি বললাম, থাক ঘটনাটা তো তখনই শেষ  হয়ে গেছে। বলে দুজনে যে যার বাড়ি চলে গেলাম।
আমাদের পাড়ার মোরে ওষুধের দোকানটা নতুন খুলেছে। কাজেই তেমনভাবে চেনা পরিচয় হয়নি।পরের দিন মিঠুর সাথে আমার দেখা  হতেই দেখি মিঠু ওষুধের দোকানের দিকে তাকিয়ে উঁকি ঝুঁকি দিচ্ছে।আর বলছে ওই দেখ ছেলেটা টুলে বসে আছে। আমি ঝাঁঝি মেরে বলি,তো? তাতে তোর কি? বসতেই পারে। তোকে তো 
আর জড়িয়ে ধরতে আসছে না। মিঠু বললে, তা আসছে না ঠিক। 
আমাকে মিঠু বললে, আচ্ছা বলতো তুই কোনদিন বিদ্যুতের শখ খেয়েছিস? আমি বললাম, কেন বলতো? বললে, না থাক ও তুই বুঝবি না। তবে সত্যিটা জানতে হবে। সেদিনে যেভাবে বিদ্যুৎতরঙ্গ শরীরে খেলেছিল সেটাই আমার মনকে দুর্বল করেছে। বারবার মনে হয়েছে হাত তোলাটা ঠিক হয়নি। একবার অন্তত সরি বলে আসি।
আমি বুঝতে পারছি যে মিঠুর দরদী মনে বসন্ত এসেছে। কিন্তু সত্যিটা না জেনে মনকে প্রশ্রয় দেওয়া কি ঠিক হবে? আমায় যাতে মিঠু ভুল নাবোঝে তাই ওকেই জিজ্ঞেস করি কি উপায় সেভেবেছে।
সে বললে ভেবেছি ভ্যালেন্টাইন ডেতেই জেনে নেব সত্যিটা।
আমি বলি কিভাবে জানবি? 
কেন প্রথম দিন তো গোলাপ দিন। তাই গোলাপ দিয়ে বলব, শুভেচ্ছা নাও। তোমার দিনগুলো গোলাপের মতো রঙিন হোক। গোলাপের মতো তোমার জীবন সৌরভে ভরে উঠুক। 
তবে কি পরের দিন যাবি প্রতিশ্রুতি আদায় করতে? আমি মিঠুর সঙ্গে মজা করলাম।
মিঠু বলল, হ্যাঁ তা তো  যাবই। পরেরদিন যাব ক্যাডবেরি নিয়ে মিষ্টতা গাঢ় করতে। 
বাব্বা তুই পারিস-ও বটে।
তারপর টেডি নিয়ে খেলব দুজনে। 
মিঠুর কথা শুনে আমি হেসে ফেলি....
বলি, খেলতে খেলতে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলবি আমি ভালবাসি তোমাকে।
মিঠু বললে, তা তো বলবই।
আমি অবাক হই ওর কথা শুনে, বলিহারি তোকে। অচেনা নাম-গোত্র হীন মানুষটাকে জড়িয়ে ধরবি?
মিঠু বলল, কেন? একমাস ধরেই তো দেখছি তাকে।
আমি বললাম, বেশ। 
ছেলেটা যদি তোর প্রস্তাব খারিজ করে?
তবে জানতে চাইব আমাকে দেখে রোমান্টিক গানে হৃদয় জুড়ে ঢেউ তোলার দরকার কি?
আচ্ছা তুই এমন ভাবছিস কেন? ও কি আপন মনে গান গাইতে পারে না?
মিঠু যেন ওর গানে মুগ্ধ হয়ে পাগল হয়ে গেছে। সেদিনের গালিগালাজ সব ভুলে গেছে।
যাক, গোলাপ দিন আসতে দুই দিন বাকি। ওই দু'দিন তাকে দোকানের টুলে বসতে দেখিনি আর।
মিঠুর মন যেন উতলা হয়ে উঠেছে। গোলাপ দিনে সে সত্যিই তরতাজা গোলাপ কিনে আমাকে
সঙ্গে নিয়ে ওষুধের দোকানে গেল। দোকানে যেতেই দোকানদার বলল কি চাই?
 মিঠু বললে, ওষুধ আমরা নেব না।
 যে ছেলেটি এখানে বসে গান গাইতো সে কোথায়?
লোকটি বলল, সে তো চলে গেছে।
 

সে গ্রাম থেকে কলকাতায় চোখ  দেখাতে এসেছিল। তার দৃষ্টি  হঠাৎই ক্ষীণ হয়ে আসে। চোখে সবসময়
জল পড়ে। সব সে চোখে ঝাপসা দেখে। তাই চোখ দেখাতে  ডাক্তারের কাছে এসেছিল। ডাক্তার বলেই দিয়েছেন সে আর কোনদিন দৃষ্টিশক্তি  ফিরে পাবে না। 
শুনে মিঠু মনমরা হয়ে গেল। স্বপ্নমাখা চোখদুটো ভারি হয়ে ভিজে উঠল।আমায় বলল চল। আমারও মনটা উদাস হয়ে গেল চোখ দুটি সিক্ত হয়ে উঠল। আমি দেখছিলাম মিঠুর হাতে ধরা গোলাপটি। এমন সুন্দর দিনে সেও ভিজে গেল। উঠল না সে আর কারো বুকে। মিঠুর মতো যেন তাজা গোলাপ ফুলটিও যেন কাঁদছে মনে হল আমার।

=========================
 
সুচন্দ্রা বসু
জি.টি.রোড
পানপাড়া শ্রীরামপুর হুগলি 
পিন ৭১২২০৩




মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক