Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

মুক্তগদ্য ।। তমসার উৎস পথে ।। মানস কুমার সেনগুপ্ত

তমসার উৎস পথে 

মানস কুমার সেনগুপ্ত


    কতদিন, কতবছর পেরিয়ে এসেও আজও ভুলিনি তোমায় । তুমি  মাঝে মাঝে স্বপ্নে ধরা দিয়ে যাও রূপসী তমসা। শঙ্কু মহারাজের ভ্রমণ সাহিত্য তমসার তীরে তীরে পাঠ করে তোমাকে একটিবার দেখবার জন্য মন হয়েছিল ব্যাকুল। কয়েকজন পর্বত প্রেমী বন্ধুদের সঙ্গে বেরিয়ে পরেছিলাম তমসার তীরে তীরে পদযাত্রায় । তৎকালীন উত্তরপ্রদেশ, বর্তমানে উত্তরাখণ্ডের অন্তর্গত গোবিন্দ পশু বিহারের বুক চিরে নীলরঙা জলরাশি নিয়ে ছোট্ট রূপসী তমসার উৎসের দিকে আমাদের পথ চলা। মাঝে মাঝেই তীরবর্তী অঞ্চলে লালরঙা রামদানা‌ শষ্যখেত রূপসী তমসাকে আরও ‌‌মায়াময়  করে তুলেছে।ওসলা নামে এক গ্রামের কাছে এসে তমসা কিছুটা উচ্ছল , কিছুটা খরস্রোতা। নেমে আসছে পাহাড়ের ঢাল বেয়ে। এখানেই কাঠের সাঁকো পেরিয়ে কিছুটা পাকদনডী পথে উঠতেই তমসার দেখা মিলল অনেক গভীর খাদে। রূপীন ,সুপীন, রুইসারা নালা এই তীরবর্তী পথে নানা জায়গায় তমসার মূল স্রোতে মিশেছে। প্রায় সাড়ে এগারোহাজার ফুট উচ্চতায় মহাভারতীয় উপাখ্যানে দ্রৌপদীসহ পঞ্চপান্ডবের স্বর্গারোহনের পথ স্বর্গারোহিনী শৃঙ্গের পাদদেশ থেকে বেরিয়ে আসা যমদ্বার হিমবাহ থেকে  যমদ্বার নালার সৃষ্টি। যমদ্বার নালা আর হর কি দুন নালার মিলিত ধারাই  তমসার মূল উৎস।  রূপসী তমসার উৎসমুখের সার্থক দর্শন শেষে আবার ফিরে আসা একই পথে। এক স্বপ্নের যাত্রা পথের শেষ হল। আজও রূপসী নীল তমসার ছবিটি আমার স্মৃতিপটে সজীব। ভালো থেকো বন্ধু।


===================
মানস কুমার সেনগুপ্ত  ১৭/৮ , আনন্দ মোহন বসু রোড, দমদম কলকাতা ৭০০০৭৪

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান