Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

মুক্তভাবনা ।। শ্রাবণ সাঁঝে ।। শেফালি সর


শ্রাবণ সাঁঝে

শেফালি সর

 সেই সকাল থেকেই বর্ষা রানী তার অশ্রান্ত নিজের মতো করে সাজিয়ে নিয়েছে আপনাকে। জগতে যত কিছু কথা আছে সবকিছু যেন ডুবে গেছে এই শ্রাবণ সাঁঝে। দূরে মাটির মধ্যে নিবিড় ঘন আঁধার, কেউ নেই কোথাও শূন্য পথ  ঘাট, চারপাশটা যেন থমথমে - তবু আমার বোবা মনটা একা একা কথা কয়েই চলেছে অনবরত। অন্ধকারের নিস্তব্ধতার মাঝে এই ঝরঝর কলশব্দ যেন একটা পর্দার উপরে আর একটা পর্দা টেনে দিয়েছে। আর অন্ধকারকে যেন আরো গভীর করে ঘনিয়ে তোলে যেন নিদ্রাকে আরওনিবিড় করে আনে। অশ্রান্ত ধারা বর্ষণের অবিরাম শব্দ যেন শব্দের অন্ধকার। মেঘের সঙ্গে আমাদের কাজকর্মের কোন সম্বন্ধে নেই বলেই বোধ হয় সে আমাদের মনকে ছুটি দেয়। আমাদের মনে তখন বিরহ বেদনা উদ্দাম হয়ে উঠে। মেঘ আপনার নিত্যনতুন চিত্রবিন্যাসে, অন্ধকারে, গর্জনে, বর্ষণে চেনা পৃথিবীর  উপরে একটা অচেনা আভাস নিক্ষেপ করে, একটা বহুদূর দেশের বহুকালের নিবিড়  ছায়া ঘনাইয়া তোলে। কর্ম পাশে আবদ্ধ প্রিয়তম আসতে পারেনা তাই প্রিয়তমা মনে মনে বিরহ বেদনায় কাতর হয়ে পড়ে। কারণ সংসারের  কঠিন নিয়ম সে জানে - তাই এই নিবিড় ঘন বর্ষার দিনে এ কথা হৃদয়ে বিশ্বাস করতে মন চায় না।

         সেই কথাই ভাবছিলাম, ভোগের দ্বারা এই বিশাল পৃথিবী, চিরকালের পৃথিবী খর্ব হয়ে গেছে। আমি তাকে যতটুকু পেয়েছি  আমি তাকে শুধু ততটুকুই জানি। আমার ভোগের বাহিরে তার অস্তিত্ব আমার জন্য করতে ইচ্ছা করে না।আজ বোবা সন্ধ্যা প্রকৃতির এই যে হঠাৎ কন্ঠ খুলে গেছে যেন ক্রমাগত নিজের কথা নিজের কানেই শুনছি। মনে হয় যেন এই বর্ষণ ক্লান্ত সাঁঝে সেও কিছু বলতে চাইছে। আজ এই এই বর্ষণ ক্লান্ত সন্ধ্যায় প্রকৃতির শ্রাবণ অন্ধকারের ভাষা আমাদের ভাষার সঙ্গে মিলতে চাইছে। আজ যুক্তি তর্কের  ব্যাখ্যার বিশ্লেষণ কিছুতেই খাটবে না। আজ গান ছাড়া কোন কথাই নেই। প্রকৃতির সঙ্গে মানুষের সম্বন্ধটি বিচিত্র। আজ কেবলই মনে হচ্ছে এই যে বর্ষা, এ তো এক সন্ধ্যার বর্ষা নয়, এ যেন আমার  সমস্ত জীবনের অবিরল শ্রাবণধারা। যতদূর চেয়ে দেখি - আমার সমস্ত জীবনের উপরে সঙ্গীহীন বিরহ সন্ধ্যার নিবিড় অন্ধকার। এরই মধ্যে একটি নিবিড় প্রেম রস অতি সংগোপনে ভরা রয়েছে। দূর কোন একটি বনের বিকশিত কুসুমের সজল গন্ধ ভেসে আসছে শ্রাবণ বাতাসে। সে এক অনির্বচনীয় মাধুর্য। সারা জীবনব্যাপী যেখানে বিরহের আরম্ভ সেখানেই শেষ। এরই মাঝখানে যিনি প্রচ্ছন্নভাবে রয়েছেন, আমার অন্তরে বসি তিনি করুনসুরে বাঁশি বাজাচ্ছেন -' হরি বিণে কৈসে গোঙাইবি দিনরাতিয়া '।

---------------:------------------

                   শেফালি সর 

                  জনাদাঁড়ি 

                  গোপীনাথপুর 

               পূর্ব মেদিনীপুর

                ৭২১৬৩৩

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক