Featured Post
মুক্তভাবনা ।। শ্রাবণ সাঁঝে ।। শেফালি সর
- লিঙ্ক পান
- ইমেল
- অন্যান্য অ্যাপ
শ্রাবণ সাঁঝে
শেফালি সর
সেই সকাল থেকেই বর্ষা রানী তার অশ্রান্ত নিজের মতো করে সাজিয়ে নিয়েছে আপনাকে। জগতে যত কিছু কথা আছে সবকিছু যেন ডুবে গেছে এই শ্রাবণ সাঁঝে। দূরে মাটির মধ্যে নিবিড় ঘন আঁধার, কেউ নেই কোথাও শূন্য পথ ঘাট, চারপাশটা যেন থমথমে - তবু আমার বোবা মনটা একা একা কথা কয়েই চলেছে অনবরত। অন্ধকারের নিস্তব্ধতার মাঝে এই ঝরঝর কলশব্দ যেন একটা পর্দার উপরে আর একটা পর্দা টেনে দিয়েছে। আর অন্ধকারকে যেন আরো গভীর করে ঘনিয়ে তোলে যেন নিদ্রাকে আরওনিবিড় করে আনে। অশ্রান্ত ধারা বর্ষণের অবিরাম শব্দ যেন শব্দের অন্ধকার। মেঘের সঙ্গে আমাদের কাজকর্মের কোন সম্বন্ধে নেই বলেই বোধ হয় সে আমাদের মনকে ছুটি দেয়। আমাদের মনে তখন বিরহ বেদনা উদ্দাম হয়ে উঠে। মেঘ আপনার নিত্যনতুন চিত্রবিন্যাসে, অন্ধকারে, গর্জনে, বর্ষণে চেনা পৃথিবীর উপরে একটা অচেনা আভাস নিক্ষেপ করে, একটা বহুদূর দেশের বহুকালের নিবিড় ছায়া ঘনাইয়া তোলে। কর্ম পাশে আবদ্ধ প্রিয়তম আসতে পারেনা তাই প্রিয়তমা মনে মনে বিরহ বেদনায় কাতর হয়ে পড়ে। কারণ সংসারের কঠিন নিয়ম সে জানে - তাই এই নিবিড় ঘন বর্ষার দিনে এ কথা হৃদয়ে বিশ্বাস করতে মন চায় না।
সেই কথাই ভাবছিলাম, ভোগের দ্বারা এই বিশাল পৃথিবী, চিরকালের পৃথিবী খর্ব হয়ে গেছে। আমি তাকে যতটুকু পেয়েছি আমি তাকে শুধু ততটুকুই জানি। আমার ভোগের বাহিরে তার অস্তিত্ব আমার জন্য করতে ইচ্ছা করে না।আজ বোবা সন্ধ্যা প্রকৃতির এই যে হঠাৎ কন্ঠ খুলে গেছে যেন ক্রমাগত নিজের কথা নিজের কানেই শুনছি। মনে হয় যেন এই বর্ষণ ক্লান্ত সাঁঝে সেও কিছু বলতে চাইছে। আজ এই এই বর্ষণ ক্লান্ত সন্ধ্যায় প্রকৃতির শ্রাবণ অন্ধকারের ভাষা আমাদের ভাষার সঙ্গে মিলতে চাইছে। আজ যুক্তি তর্কের ব্যাখ্যার বিশ্লেষণ কিছুতেই খাটবে না। আজ গান ছাড়া কোন কথাই নেই। প্রকৃতির সঙ্গে মানুষের সম্বন্ধটি বিচিত্র। আজ কেবলই মনে হচ্ছে এই যে বর্ষা, এ তো এক সন্ধ্যার বর্ষা নয়, এ যেন আমার সমস্ত জীবনের অবিরল শ্রাবণধারা। যতদূর চেয়ে দেখি - আমার সমস্ত জীবনের উপরে সঙ্গীহীন বিরহ সন্ধ্যার নিবিড় অন্ধকার। এরই মধ্যে একটি নিবিড় প্রেম রস অতি সংগোপনে ভরা রয়েছে। দূর কোন একটি বনের বিকশিত কুসুমের সজল গন্ধ ভেসে আসছে শ্রাবণ বাতাসে। সে এক অনির্বচনীয় মাধুর্য। সারা জীবনব্যাপী যেখানে বিরহের আরম্ভ সেখানেই শেষ। এরই মাঝখানে যিনি প্রচ্ছন্নভাবে রয়েছেন, আমার অন্তরে বসি তিনি করুনসুরে বাঁশি বাজাচ্ছেন -' হরি বিণে কৈসে গোঙাইবি দিনরাতিয়া '।
---------------:------------------
শেফালি সর
জনাদাঁড়ি
গোপীনাথপুর
পূর্ব মেদিনীপুর
৭২১৬৩৩
- লিঙ্ক পান
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন