Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

গদ্য ।। বাবা ।। অরুণ কিরণ বেরা

 বাবা

অরুণ কিরণ বেরা



বাবা শব্দটি মহত্বের আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা। বাবা হলেন স্বর্গ সুখের পারিজাত বনের ইন্দ্র দেব। যার অফুরন্ত লালিত্বমাখা স্নেহের বারিধারায় প্রস্ফুটিত হয়ে ওঠে শৈশবের স্নিগ্ধ গোলাপ। জীবন বোধের উত্তাল তরঙ্গে ভেসে হয়তো একদিন আমিও বাবার মত বড় হবো, কিন্তু বাবার মত কখনোই মহান হয়ে উঠতে পারবো না। আসলে বাবা বাবাই। বাবার বিকল্প এই পৃথিবীর কোন প্রান্তে খুঁজে পাওয়া যাবে না। রাতের গভীরতায় পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, একমাত্র বাবার মনের পৃথিবীতে তখন সন্তানেরা রাজত্ব শুরু করে। নিঝুম রাতের তারা ভরা আকাশের পানে তাকিয়ে একমাত্র বাবারাই পারে সন্তান ভবিষ্যতের সুমধুর স্বপ্ন দেখতে। পরিবার সুরক্ষার সুতীব্র আকাক্ষায় একমাত্র বাবারাই পারে রাতের পর রাত জেগে কাটিয়ে দিতে। অনন্ত বোঝার অসীম যন্ত্রনা বুকের মধ্যে আগলে রেখে জীবন তরীর হাল শক্ত হাতে ধরে থাকতে। অভিনয় ঘেরা এই পৃথিবীতে অনেক বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন থাকলেও বাবার কোনো বিকল্প নেই। জীবনের প্রতি ঘাত প্রতিঘাতে, দুঃখ বেদনাতে, অভাবনটনে সবাই যখন ব্যস্ত নিজেকে সরিয়ে নিতে, তখন একমাত্র বাবাই পারে বুক চিতিয়ে ঝাঁপিয়ে পড়তে হাজারো বিপদের সম্মুখীন হয়ে। আসলে বাবার মত হওয়ার স্পর্ধা মনে হয় পৃথিবীর কোন সন্তানেরই থাকা উচিত নয়, এবং তা কখন সম্ভবও নয়। বাবারা চিরকালই ভিতরে শক্ত বাইরে নরম। কছপ-খোলসে ঢাকা কঠিন বর্মের মত হন। বাবারা সবসময় অনেকটা নিম পাতার মত তিক্ত হন - কারণ বাবারা সবসময় চান কোন কীট-পতঙ্গ স্বরুপ বিপদ-আপদ যেন তার সন্তানকে স্পর্শ করতে না পারে। অনেক হতভাগ্য সন্তান সেটাই বুঝতে পারেনা। তাইতো আঘাতে আঘাতে শত ছিন্ন করে তোলে পিতার বুক। তবুও মর্ম ব্যাথার চিরন্তন আঘাত সহ্য করে একমাত্র বাবাই পারে সন্তানের সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে। আসলে মহত্মের চিরন্তন প্রাঁচির-ই বোধ হয় একমাত্র বাবারাই হতে পারে। আর সন্তান যখন তা বুঝতে পারে, অনুভব করতে পারে, তখন বাবা নামক শীতল বটবৃক্ষ ছায়া আর থাকেনা। হারিয়ে যায় চিরতরে চিরদিনের জন্য। ফেরাবার আর কোন পথ থাকে না। কখনো কখনো তারুণ্যের উন্মাদনায় হয়তোবা আমরা কত শত ভালবাসার উষ্ণ মরুভূমির মরীচিকার পিছনে ছুটে গেছি বারে বারে, কিন্তু কখনো কি বাবার কঠোর কঠিন গাম্ভীর্যের মুখোশের আড়ালে প্রশান্ত সাগরের ন্যায় অতলান্ত কোমল হৃদয় গহ্বরের এক বুক উচ্ছ্বাস ভরা ভালবাসার সমুদ্রকে ছুঁয়ে দেখেছি? হয়তো কেউ কেউ পেরেছে। হয়তো অনেকেই পারিনি। তাই আমি কখনো চাইলেও বাবার মত বড় হতে কখনোই পারবোনা। আর সেই স্পর্ধা টুকুও আমার নেই। তাই বাবা চিরকালই বাবাই। তাই বাবাকে প্রণাম জানিয়ে বলি-
             "চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
              নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে।
              অন্তর মম বিকশিত করো অন্তরতর হে"।

 

   ====================================

                 অরুন কিরন বেরা

                 গ্রাম+পো-চকফুলডুবি

                 থানা-সাগর

                 জেলা-দক্ষিন ২৪ পরগনা

                 পিন-৭৪৩৩৭৩

   

 



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল