বাবা
অরুণ কিরণ বেরা
বাবা শব্দটি মহত্বের আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা। বাবা হলেন স্বর্গ সুখের পারিজাত বনের ইন্দ্র দেব। যার অফুরন্ত লালিত্বমাখা স্নেহের বারিধারায় প্রস্ফুটিত হয়ে ওঠে শৈশবের স্নিগ্ধ গোলাপ। জীবন বোধের উত্তাল তরঙ্গে ভেসে হয়তো একদিন আমিও বাবার মত বড় হবো, কিন্তু বাবার মত কখনোই মহান হয়ে উঠতে পারবো না। আসলে বাবা বাবাই। বাবার বিকল্প এই পৃথিবীর কোন প্রান্তে খুঁজে পাওয়া যাবে না। রাতের গভীরতায় পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, একমাত্র বাবার মনের পৃথিবীতে তখন সন্তানেরা রাজত্ব শুরু করে। নিঝুম রাতের তারা ভরা আকাশের পানে তাকিয়ে একমাত্র বাবারাই পারে সন্তান ভবিষ্যতের সুমধুর স্বপ্ন দেখতে। পরিবার সুরক্ষার সুতীব্র আকাক্ষায় একমাত্র বাবারাই পারে রাতের পর রাত জেগে কাটিয়ে দিতে। অনন্ত বোঝার অসীম যন্ত্রনা বুকের মধ্যে আগলে রেখে জীবন তরীর হাল শক্ত হাতে ধরে থাকতে। অভিনয় ঘেরা এই পৃথিবীতে অনেক বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন থাকলেও বাবার কোনো বিকল্প নেই। জীবনের প্রতি ঘাত প্রতিঘাতে, দুঃখ বেদনাতে, অভাবনটনে সবাই যখন ব্যস্ত নিজেকে সরিয়ে নিতে, তখন একমাত্র বাবাই পারে বুক চিতিয়ে ঝাঁপিয়ে পড়তে হাজারো বিপদের সম্মুখীন হয়ে। আসলে বাবার মত হওয়ার স্পর্ধা মনে হয় পৃথিবীর কোন সন্তানেরই থাকা উচিত নয়, এবং তা কখন সম্ভবও নয়। বাবারা চিরকালই ভিতরে শক্ত বাইরে নরম। কছপ-খোলসে ঢাকা কঠিন বর্মের মত হন। বাবারা সবসময় অনেকটা নিম পাতার মত তিক্ত হন - কারণ বাবারা সবসময় চান কোন কীট-পতঙ্গ স্বরুপ বিপদ-আপদ যেন তার সন্তানকে স্পর্শ করতে না পারে। অনেক হতভাগ্য সন্তান সেটাই বুঝতে পারেনা। তাইতো আঘাতে আঘাতে শত ছিন্ন করে তোলে পিতার বুক। তবুও মর্ম ব্যাথার চিরন্তন আঘাত সহ্য করে একমাত্র বাবাই পারে সন্তানের সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে। আসলে মহত্মের চিরন্তন প্রাঁচির-ই বোধ হয় একমাত্র বাবারাই হতে পারে। আর সন্তান যখন তা বুঝতে পারে, অনুভব করতে পারে, তখন বাবা নামক শীতল বটবৃক্ষ ছায়া আর থাকেনা। হারিয়ে যায় চিরতরে চিরদিনের জন্য। ফেরাবার আর কোন পথ থাকে না। কখনো কখনো তারুণ্যের উন্মাদনায় হয়তোবা আমরা কত শত ভালবাসার উষ্ণ মরুভূমির মরীচিকার পিছনে ছুটে গেছি বারে বারে, কিন্তু কখনো কি বাবার কঠোর কঠিন গাম্ভীর্যের মুখোশের আড়ালে প্রশান্ত সাগরের ন্যায় অতলান্ত কোমল হৃদয় গহ্বরের এক বুক উচ্ছ্বাস ভরা ভালবাসার সমুদ্রকে ছুঁয়ে দেখেছি? হয়তো কেউ কেউ পেরেছে। হয়তো অনেকেই পারিনি। তাই আমি কখনো চাইলেও বাবার মত বড় হতে কখনোই পারবোনা। আর সেই স্পর্ধা টুকুও আমার নেই। তাই বাবা চিরকালই বাবাই। তাই বাবাকে প্রণাম জানিয়ে বলি-
"চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে।
অন্তর মম বিকশিত করো অন্তরতর হে"।
====================================
অরুন কিরন বেরা
গ্রাম+পো-চকফুলডুবি
থানা-সাগর
জেলা-দক্ষিন ২৪ পরগনা
পিন-৭৪৩৩৭৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন