Featured Post
কবিতা ।। বাবা মানে ।। পুরুষোত্তম ভট্টাচার্য
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাবা মানে
পুরুষোত্তম ভট্টাচার্য
বাবা মানে সেই আঙ্গুল,
যে আঙ্গুল ধরে পথ চলা,
বাবা মানে সেই বটগাছ,
যার ছায়ায় কথা বলা।
বাবা মানে সেই লোকটা,
যে নীরবে সংসারের বোঝা টানে,
বাবা মানে সেই ধৈর্যের দেবতা,
যে স্ত্রী পুত্র কন্যার কত কটু কথা শোনে,
তবুও সব ভুলে গিয়ে,
তাদেরই জন্য কত কিছু কিনে আনে।
বাবা মানে সেই বোকা মানুষটা,
যে স্ত্রী, সন্তানের মাঝে নিঃশেষে ,
বিলিয়ে দেয় তার সব কিছু ,
আর সেই থেকে যায় রিক্ত পরিশেষে।
জননী মহান সবাই জানে,
তাই শুধু মায়েরি গুনগান ,
সাহিত্যে, কবিতায়, গল্প, গানে,
বাবার ত্যাগ, বাবার কান্না,
চিরকাল থেকে যায় সংগোপনে।
বাবার কথা তেমন করে কেউ বলে না,
বাবার কষ্টও কেউ দেখে না,
কি দেখবে? এটা সবারই জানা,
যে বাবার কাজই হচ্ছে শুধু,
গাধার মত সংসারের বোঝা টানা।
কিন্তু এই বাবা নামের বটগাছ টি,
যদি জীবন ঝড়ে কখনো পড়ে যায়,
সংসার কত কঠিন তখন বোঝা যায়।
....................................
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন