পোস্টগুলি

Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

প্রবন্ধ -- রণেশ রায়

গরীব অর্থনীতি --- একটা মূল্যায়ণ  অভিজিৎ বিনায়ক ব্যানার্জি তাঁর বিদেশিনী স্ত্রীর সঙ্গে যুগ্মভাবে এবার ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন। আনন্দ সংবাদ। বাঙালি বলে গর্ব হতেই পারে। সাবেকি তত্বভিত্তিক অর্থনীতি বর্জন করে তিনি ও তাঁর স্ত্রী এসথার ডাফল পরীক্ষামূলক পদ্ধতি অবলম্বন করে বিশ্বের দারিদ্র দূরীকরণ কর্মসূচির ওপর আলোচনা করেন Poor Economics নামক গ্রন্থে। সহজ সাবলীল ভাষায় বইটাতে দারিদ্র্য দশা দারিদ্র্য ফাঁদ ও তার সমাধান সূত্রের ওপর বিশদ আলোচনা হয়েছে। অহেতুক গণিতের ভারে আলোচনাকে ভারাক্রান্ত করে তোলা হয় নি। ফলে অর্থনীতির দুর্বোধ্য তত্ব না জানা পাঠকের কাছেও বইটা সহজবোধ্য।  অর্থনীতির বৃহত্তর আঙ্গিক সমাজ বিদ্যার সঙ্গে খুব সহজেই যুক্ত হতে পেরেছে বইটা। বইটার নাম গরিব অর্থনীতি কেন তা জেনে নিয়ে বইটার ওপর একটা আলোচনার চেষ্টা করব। এই প্রসঙ্গে আলোচনার আঁকে বাঁকে আমি বিষয়টাকে কিভাবে বুঝেছি সেটাও রাখব। সুতরাং এটা শুধু বইটার পর্যালোচনা নয় বইয়ের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি প্রকাশ করার দুঃসাহস হয়তো ধরা পড়বে। বইয়ে আলোচিত কিছু অংশ আমার কাছে বাহুল্য বলে মনে হয়েছে। সেগুলো আমার আলোচনায়

দুটি কবিতা -- অনন্য বন্দ্যোপাধ্যায়

ছবি
  ভিজবো উল্লাসে           কত মানুষের কাছে আসন্ন বিহানের খবর পৌঁছে যায়নি কত মানুষের কাছে রাত্রি শেষ হওয়ার নয়  তারা এখনো বিষাদ সাগরে ডুবে  তারা এখনো ডুবে ডুবে ভেসে উঠছে  আমি খবর পৌঁছে দেবো  রাত্রির ঝরা পালক দেখিয়ে দেবো ওদের  বিষাদ সমুদ্র শুকিয়ে যাবে  ওদের ডোবাতে পারবে কেউ আর  মেঘ ডাকবে । ঝড় উঠবে । বৃষ্টি হবে জোর । আমি সকলের সঙ্গে আবরণহীন ভিজবো উল্লাসে । যে কথা বলেনি কেউ            ঝড়ের মতো গর্জন করে ওঠো ওঠো ঘুম থেকে জেগে  কেউ তোমাকে আসন পেতে দেবে না  দেবে না কেউ একটু শীতল ছোঁয়া  মমতাহীন এক বিশ্বের বাসিন্দা তুমি  তুমি সমুদ্রের মতো গর্জন করে ওঠো  ওঠো প্রলয়ের মতো জেগে  নদীর মতো শব্দহীন বয়ে গেলে চোখের জলে ভেসে যাবে একদিন তুমি  তুমিই হয়ে উঠবে একদিন শিশির  তুমিই বৃষ্টি হবে  তুমিই সকালের সূর্যের মতো ঘুম ভাঙাবে সকলের ===================== অনন্য বন্দ্যোপাধ্যায় লাভপুর ,গুরুপল্লী ,বীরভূম  দূরভাষ -- 7908600710

কবিতা ।। প্রতীক মাইতি

ছবি
            উর্মিমালা ---------------------- মেয়েটি ঈশ্বরীর মতো। অনায়াসে গড়ে দিচ্ছে পাঁচমহলা বাড়ী, গন্ধবাগিচা, মনিহারী অনায়াসে মেখে নিচ্ছে কালিমার দাগ, গোলাপী আবির, মেহগনি রাগ মেয়েটি রূপকথার মতো। মেয়েটি দূরদর্শিনী। অনায়াসে পড়ে নিচ্ছে মুখবন্ধ খাম, নির্বাক কথকতা, পরিযায়ী গাথা  অনায়েসে পাড়ি দিচ্ছে সমুদ্রশোক, অযাচিত সম্ভোগ, মোমগলা ব্যাথা মেয়েটি দুর্গতিনাশিনী। অথচ মেয়েটি অবশেষে মেয়েই তার নিতম্ব মানে যৌনপ্রতীক তার স্তনদ্বয় নোংরা গসিপ মেয়েরা অবশেষে যৌনদাসী মেয়েটি, মেয়েরাই তবু বাঁচাবে জন্ম অভ্যুদয় পারবে তো বাঁচাতে নিজেকে উলঙ্গ সভ্যতা? উলঙ্গ সময়?  ===================== প্রতীক মাইতি  পুনে , মহারাষ্ট্র  8411000668

কবিতা ।। অমিতাভ দাস

                   ঈশ্বরের ক্যাম্প তারপর ধুঁকতে ধুঁকতে ছায়াটা নেমে গেল খাদের অতলে, সাঁজোয়া গাড়িখানা গমগম শব্দে  পিছনে এসে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাতের মতো সোজা তুলে দিল কামান,জারি হল  হুকুম, সক্কলে বল 'হে ঈশ্বর!'ভয়ে ঘৃণায় গলা মেলালো  অনেকেই , আকাশ বাতাস  অনুরনিত হয়ে একটাই শব্দে 'হে ঈশ্বর!' ধুঁকতে থাকা ছায়াটা জ্বলে উঠল দপ করে, হাতের কাছে কুড়িয়ে পেল একটা ভাঙা ডাল,প্রবল ঘৃণা মাখিয়ে সেটা ছুঁড়ে মারলো  সাঁজোয়া গাড়িটার লক্ষে।ঘুরে গেল কামান, গাড়ি থেকে নেমে এল সাদা কালো পোশাক পরা কয়েকটা লোক,ভারী বুটের শব্দে উপত্যকার নিস্তব্ধতা খান খান, পর পর গুলি। প্রায় ছায়া হয়ে যাওয়া মানুষটাকে বাঁশে ঝুলিয়ে নিয়ে সাদা কালো লোকগুলো ক্যাম্পে ফিরছে, পিছনে থেকে থেকেই গর্জে উঠছে  কামান, আশপাশের লোকেরা ভয়ে ঘৃনায় দাঁতে দাঁত চেপে অভিবাদন জানিয়ে বলে উঠছে 'হে ঈশ্বর!' তারপর.... তারপর অবাক চোখে দেখছে বাঁশে টাঙানো ছায়া মানুষের দেহ থেকে টপটপ করে ঝরে পড়া রক্ত থেকে জন্ম নিচ্ছে আরো কোটি কোটি ছায়ামানুষ! তারা ক্রমশ এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে ঈশ্বরের ক্যাম্প লক্ষ্য করে! এগিয়ে চলেছে.... এগিয়ে চলেছে

কবিতা ।। শেকানুল শাহী

পাথর চোখ মাস্তুলে চেপে বসেছে আজব এক দণ্ড পত পত পতাকা বাঁধা তাতে । হাওয়ার পালে গড়িয়ে চলে সময় ক্যপ্টেনের লক্ষ্য তবু থিত - ওই যে পাহাড়ের চুড়া , আকাশ ছুঁয়েছে যেখানে কব্জিতে আঁটা খাঁচাবন্দি শুকপাখিটা দন্ডে ঝুলাতে হবে ওখানেই । আহ্ সুখ ! প্রশান্তির জলজ হাওয়ায় ভিজে উঠবে পৃথিবী খদিত হবে একটি নাম - এর চেয়ে ইতিহাস আর কিসে বড় হয় ? শীতাতপ মমিঘরে ক্যাপ্টেনের মুচকি হৃদয়ে বরফ জমে । সম্মুখে বৈঠাধরা চকচকে উদাম পিঠগুলোতে সূর্য হাসিমুখে হীরেফোস্কা ফেলে চলে , এবং হেইয়াহো ঝোঁকে বৈঠারদল সম্মোহিত -- আকাশছোঁয়া চুড়ায় মুক্তিকল্পনা বুদবুদ তোলে । ক্যাপ্টেনের পাথর চোখ স্হির -- পতাকার নলে । যেমন মমিদের চোখগুলোও হয়েছিল পাথর ।

গুচ্ছকবিতা ।। ফরহাদ হোসেন

১ ) গল্প বলার ছিল    ---------- একটা গল্প বলার ছিল - ভালোবাসার গল্প - অন্ধকারে ঝর্না নামার গল্প । দূর থেকে শীতল হাসি , সবুজ পানপাতার মত সুন্দর মুখমন্ডল দেখেই হয়েছিল প্রেম । এক সন্ধ্যায় , সেদিন জ ‍ ্যোৎস্না রাত , দুজনের পাশাপাশি দেখা।জোনাকিরা আনন্দে খেলছিল খেলা।কুকুরের ঘেউ ঘেউ চিৎকারে বেড় হয়ে আসছিল সামান্য হলুদ দাঁত । প্রেমিকার নীল চোখে ছিল ভূত , প্রেতের মায়া , প্রথম স্পর্শে বুকে টেনে নিল নখযুক্ত আলতো হাতে । শ্বাসকষ্ট ..... প্রেমিক বোঝার আগেই গভীর কালো অচীনপুর । মোটামুটি এ রকমি গল্পটা । পরেরদিন পাড়া জুড়ে কাক , ককিলের বিরস ডাক।আকাশ কয়েক জন্মের দুঃখ পুষে কালো।ইঁদুরপুরে হট্টগোল ... প্রেমিকা কে ? কেউ জানেনা । আসলে এই গল্পের প্রেমিক ইঁদুর আর প্রেমিকা বিড়াল । প্রমানহীন হত ‍ ্যা রহস্য চাপা পড়ে ... আপনাদের বলা হয়নি - বিড়ালের বাস প্রেমনগরে।সেখানে সর্বদা চাঁদের আলো উপচে পড়ে ..... 2) আকাশ ও উল্কা ------------- প্রেমে বিচ্ছেদ এল রায়টের

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪