Featured Post
কবিতা : মাথুর দাস
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডাক্তার ছিল বটে দয়ানিধি ডাক্তার !
ব্যবসা না, ডাক্তারি ছিল তার কাজ যে ;
এলাকায় ছিল জোর নামডাক তার,
ডিগ্রী কী ছিল তার ? মনে নেই আজ সে !
বাড়ি বাড়ি রোগী দেখা, আর নিজ বাড়িতে,
ডাক্তারি নেশা তার, পেশা নয়, কী জানো ;
ছুটে যেত রোগী-বাড়ি খুব তাড়াতাড়িতে,
নখ নাড়ি জিভ চোখ দেখে দিত নিদানও ।
মিক্সচার ছিল এক, দাগ মেপে সেবনের,
খুব বেশি দরকারে দিত ইনজেকশান্-ও ;
হাসিমুখ কথায় জোর বাড়তই যে মনের !
দয়ানিধি ডাক্তার, এক মহা ইনসানও ।
ছোটখাটো কাটা-ছেঁড়া সেলাইয়ের ফোঁড়খানি
ভরসাও পেত রোগী তার সব অভয়ের বাণীতে ;
ফীস্ তার কত ছিল ? মনে নেই, তবে জানি
ওষুধের দাম দিত, রোগীর অভাব-টানাটানিতে ।
চারিদিকে আজ রোগ-ব্যবসার এত ফাঁদ !
রোগে আর খরচে করে লোক হাঁসফাঁস ;
সু-চিকিৎসা পাওয়া যেন আকাশের চাঁদ !
এ সময় দয়ানিধি, ফিরে এসো, করি আশ ।
***********************************
মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান
***********************************
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন