Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। প্রাপ্তি ।। অর্ণব মিত্র


কবিতা



আমি উজানি। আপনাদের মত কোন ভালোবাসার ডাকনামটি আমার নেই । মাকে মৃত্যুসম যন্ত্রণা দিয়ে জন্ম আমার । আমার জন্মানোর পর মায়ের খুব শরীর খারাপ হয়ে যায়। ঠাম্মা তো আমায় বাড়িতেই তুলতে দেয়নি ।

সবাই বলতো আমি খুব অপয়া । আমার এসব শুনতে ভাল লাগতো না । তাও নিজের মনকে শান্ত করতাম অনেক যুদ্ধ করে।

এই দু বছর আগে আমি বাংলা সাহিত্যের ওপর মাস্টার্স এর পর পিএইচডির জন্য থিসিস জমা করতে যাব এমন সময়টায় আমার ক্যান্সার ধরা পড়ে । ডাক্তার আমার আয়ু দুইটি বছর বেঁধে দেয়। এই দুটো বছর আমায় জীবন কাকে বলে শেখাচ্ছে প্রতিনিয়ত এই অসুখ। নিজের পরিণতি কী হবে জেনেও, চিকিৎসার জন্য দেদার খরচ করে যাচ্ছি। মা-বাবার চোখে সব সময় সন্তান হারানোর ভয় দেখা কি যে দুঃসহ কষ্টের তা বলে বোঝানোর নয় ! আমি যে এককালে লেখালেখি করতাম সেটাই ভুলতে বসেছি ।

আমার এই ধূসর জীবনে সোনালী আলোর রেখা এসেছিল বৈকি, সঞ্জয় ! ছেলেটা খুব ভালো আমার রূপের ঘাটতি, আর্থিক অবস্থা সবটা জেনেই আমাকে মেনে নিয়েছিল। বরং আমি জড়াতে চাইনি এই সবে। আমি জানি এই অভাগীর কপালে ঈশ্বর স্বর্গের আস্তানা লেখেনি।

যা ভেবেছিলাম তাই হল! আমাদের বিয়ের কথা চলছে এমন সময় আমার অসুখ ধরা পরল।

সব ভেঙে গেল মুহূর্তের মধ্যে! যাকে ভেবেছিলাম আজীবন পাশে থাকবে , সেই চলে গেল খুব সহজেই । বুঝলাম লড়াইটা সবার একারই হয় । নিজের শেষ পরিণতিতে চোখের সামনে দেখতে পাচ্ছি তাও লড়ে যাচ্ছি আমি ।

আমি এখন কোমাতে, শরীরে একুশটা নল । সারাক্ষণ আমার চারপাশে ভেন্টিলেটরের আওয়াজ আর প্রিয়জনদের কান্না।

এত কষ্ট এত বাধা সত্বেও আমি আমার লেখাকে কোনদিনও ছাড়িনি । ওটাই আমার অলংকার,
আমার বাঁচার শেষ আশা ।

সেই কিশোর বয়সে অবসন্ন মনে একটা সুইসাইড-নোট লেখার থেকে যাত্রা শুরু তারপর আর থামিনি, থামতেও চাইনি।

কিন্তু এই অসুখ সব থামিয়ে দিল, জীবনরেখা শেষের পথে । আমি অবচেতনে বুঝতে পারছি আমার জীবন মরণের এত কাছাকাছি এসেও সার্থক ।

সেই কলেজ জীবনের লেখা উপন্যাসের জন্য বছরের সেরা পুরস্কারটা বাবা মায়ের হাতে তুলে দিচ্ছেন আমারী প্রিয় সাহিত্যিকরা। মৃত্যুর এত কাছ থেকে উপভোগ করছি বেঁচে থাকার অসীম আনন্দ। এই অভাগীর জীবনের প্রথম আর সর্বশেষ প্রাপ্তি। অনেক বছর পর এই সাহারা মরুভূমিতে বৃষ্টি এলো!

=============
 
অর্ণব মিত্র
সত্যজিৎ রায় সরণি, কলকাতা 700060

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত