কবিতা ।। মৃত্যু আছে জেনেও ।। অবশেষ দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। মৃত্যু আছে জেনেও ।। অবশেষ দাস

কবিতা



মরা ফড়িংয়ের মতো 
আমরাও একদিন ভুলে যাব, উড়তে 

পাখির বুকের থেকে
 ঝরে পরা পালকের মতো
শোকের ভেতর দিয়ে সমব্যথী
আসে

ভাঙা মেলা নির্জনে
থেমে যাওয়া নাগরদোলার মতো, 
কোল পেতে বসে আছে
পায়ের শব্দে যদি পূর্ণিমা আসে।

ছিঁড়ে যাওয়া বই
হাতল ভাঙা চেয়ারের কাছে 
নিঃশব্দে দুবেলা কাঁদে

মজে যাওয়া নদী 
ঢেউ ভুলে গেছে, বেঁচে থাকা
গা ভর্তি সোনার গহনার মতো ঢেউ 
বহু পুরানো সে স্মৃতি 

আষাঢ়ের জলে ভিজে 
 নটরাজ হবে
কখনও ভাবে না,মরা কেঁচো
হাতি, ঘোড়া...

মৃত্যু আছে জেনেও,আমরাও 
এ জীবন গচ্ছিত রাখি
লোভে মোহে লড়াইয়েও...

পৃথিবীও একদিন সব ভুলে যাবে
শবের ওপর দিয়ে হেঁটে যাবে 
মহাকাল

মৃত্যু আছে জেনেও
পৃথিবীতে প্রেমের আকাল
হিংসা ক্ষোভ রক্তের ছড়াছড়ি

একদিন সব ভুলে গিয়ে
হয়তোবা আমরাই ভালবেসে
শস্যের উৎসবে নাম লিখে যাব।
 
=====০০০=====





1 comment: