ছড়া ।। খগপতি বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

ছড়া ।। খগপতি বন্দ্যোপাধ্যায়




টাপুর টুপুর সারা দুপুর 
আজকে বৃষ্টি বেলায়
মন ছুটে যায় অতীত দিনে
কিশোরবেলার খেলায় ।

কলার ভেলায় দীঘি জলে
মজা শাপলা তুলে
নালার জলে কাগজ নৌকা
চলতো দুলে দুলে ।

তাল কুড়োতে পুকুর পাড়ে
বন্ধু মিলে যেতাম
ছুটে ছুটে তাল কুড়িয়ে
কী আনন্দ পেতাম ।

বৃষ্টি ভিজে কাদা মাঠে
ফুটবলেতে দে শর্ট
সে সব কথা বলবো কাকে 
শ্রোতার ভারী সংকট ।

কিশোরবেলার সোনার সে দিন
আসবে না আর ফিরে
বন্ধু তোরা কোথায় আছিস
কোন সাগরের তীরে ।

 ===================

No comments:

Post a Comment